চুরি করতে গিয়ে করুণ পরিণতি! ভিতরে ঢোকার আগেই দরজায় গলা আটকে প্রাণ গেল চোরের

বাংলা হান্ট ডেস্কঃ মৃত্যু সর্বদাই কষ্টের, তবে এক অদ্ভুত মৃত্যুর সাক্ষী রইল বারাণসীবাসী । উত্তরপ্রদেশের (Uttar Pradesh ) বারাণসীতে (Varanasi ) এক পাওয়ারলুম  (Powerloom ) সেন্টারে ঢুকতে গিয়ে দরজায় আটকে অদ্ভূতভাবে মৃত্যু চোরের। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে বারাণসীর সারনাথ (Sarnath) এলাকার দানিয়ালপুরে (Daniyalpur) অঞ্চলে।

পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম জাভেদ। বয়স ৩০ বছর । জানা গিয়েছে, সেই ব্যক্তি পূর্বে একাধিক চুরির ঘটনায় সক্রিয়ভাবে জড়িত ছিল।

ঠিক কি ঘটেছিল? সূত্রের খবর, উত্তরপ্রদেশের বারাণসীতে এক পাওয়ারলুম সেন্টারে ঢুকতে গিয়ে দরজায় আটকে মৃত্যু হয় জাভেদ নামক ওই চোরের। নিজাম নামক এক ব্যক্তির মালিকানাধীন পাওয়ারলুম সেন্টারটি কাজের অভাবে গত ২ দিন ধরে বন্ধ ছিল। বন্ধ সেন্টারের হদিস পেয়েই সে সেখানে প্রবেশের চেষ্টা করেছিলেন বলে জানা গিয়েছে। চুরির উদ্দেশ্যে সেই কেন্দ্রের দরজা ভাঙার চেষ্টা করার সময় আটকে পড়ে চোর, আর তাতেই ঘটে বিপত্তি।

পুলিশ সূত্রে জানা যায়, দুই দরজার বিমের মাঝে আটকে ছিল জাভেদের লাশ (Dead body)। তার মাথা  উদ্ভটভাবে পাওয়ারলুমের দরজার ভিতরে আটকে ছিল আর তার শরীরের বাকি অংশ ছিল বাইরে। চোরের এই অদ্ভূতভাবে মৃত্যুর ঘটনায় রীতিমতো চঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনা জানাজানি হওয়ার কিছুক্ষণের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। ইতিমধ্যেই অদ্ভুত এই মৃত্যুর রহস্যভেদ করতে মাঠে নেমেছে বারাণসী থানার পুলিশ। জোর কদমে চলছে তদন্ত।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর