বাংলাহান্ট ডেস্ক: ভুল মানুষই করে আবার সেই ভুল শুধরেও নেয়। কিন্তু কখনো কি দেখেছেন কোন চোর চুরি করার পর আবার এসে চুরি করা দ্রব্য ফেরত দিয়ে আত্মসমর্পণ করে? কি অবাক হচ্ছেন তো? কিন্তু সত্যিই এইরকমই একটি ঘটনা ঘটেছে বাস্তবে। নাগপুরের কানহানে একটি হনুমানজির মন্দির থেকে হনুমানের রুপোর গদা চুরি করে নিয়ে গিয়েছিল একজন চোর।
কিন্তু কথায় আছে, খোদার উপর খোদকারি করলে অনুতপ্ত হতেই হবে। তাই চুরি করার পরেও হঠাৎ এই চোরের প্রচণ্ড অনুশোচনা হতে শুরু করে। তখন আফসোসের বসে সে ফিরে যায় মন্দিরে। এবং হনুমানজিকে ফিরিয়ে দেন সেই গদা তারপর হনুমানজির সামনে হাঁটু গেড়ে বসে হাতজোড় করে ক্ষমাও চান চোর। কিন্তু তাতে কি এই সমগ্র ঘটনাটি রেকর্ড হয়ে গিয়েছিল ততক্ষণে সিসিটিভি ক্যামেরায়। ক্যামেরার সেই ফুটেজ দেখেই ব্যক্তিকে সঙ্গে সঙ্গে ধরে ফেলে পুলিশ।
৮ অক্টোবর কানহানে অবস্থিত হনুমান মন্দিরের রৌপ্য গদা চুরির বিষয়ে মন্দিরের পুরোহিত পুলিশের কাছে অভিযোগ করলে পুরো বিষয়টি প্রকাশ্যে আসে। এই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে কানহান থানার পুলিশ। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, এক ব্যক্তি একটি রূপার গদা চুরি করে নিয়ে যাচ্ছে। এই ঘটনার পরদিন অর্থাৎ ৯ অক্টোবর অভিযুক্ত মন্দিরে এসে চুরি করা গদা রেখেও যায়।
যতই ক্ষমা চাক, চুরি তো করেছিল! বর্তমানে সেই চোর রয়েছে শ্রীঘরে। চোরের চুরি করা এবং তারপর গদা ফিরিয়ে দিয়ে যাওয়া আবার হাতজোড় করে ক্ষমা চাওয়া , এই সমগ্র ঘটনাটির সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।