অবাক কাণ্ড! দেবীর মুকুট চুরি করে হাত জোড় করে ক্ষমা চাইলেন চোর

বাংলা হান্ট ডেস্ক : দায়ে পড়ে কী না করতে হয় আমাদের, তবে দায়ে পড়ে যে শরীরে পথ বেছে নিতে হয় এমন ঘটনা বা গল্প আমাদের কাছে নতুন কিছু নয় তবে ঈশ্বর ভক্ত চোর যে চুরি করে ঈশ্বরের কাছে ক্ষমা চাইতে পারে তেমনটা বোধহয় শুনলে আমাদের হাসিই পায়। কিন্তু কথাতেই আছে ঈশ্বরের প্রতি ভক্তি সহজেই উধাও হয়ে যায় না তা ই চুরি করলে পাপের ভয়ে থাকে।maxresdefault 19

তাই তো এবার দেবীর সোনার মুকুট চুরি করে হাত জোড় করে ক্ষমা চেয়ে নিলেন চোর, আসলে ক্ষমা চাইলেই যে সাত খুন মাপ তা ঠাকুর দেবতার মধ্যেও যে থাকতে পারে কার্যত সেই চোর ছাড়া কেউই জানেন না। সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে যেটি হায়দরাবাদের একটি মন্দিরের ঘটনা।সিসিটিভি ফুটেজে সেই ক্লিপিংস এখন নেট দুনিয়া ঘুরে বেড়াচ্ছে যেখানে দেখা গিয়েছে এক ব্যক্তি মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করে দেবীকে ভক্তি ভরে প্রণাম ছাড়ছেন দেখে যেন মনে হয় মনবাসনা পূরণের জন্য কিছু চাইছেন।

এমন প্রণাম করেছিলেন যা দেখে নাস্তিক মানুষদেরও ঈশ্বরের প্রতি ভক্তি জাগতে বাধ্য, তবে শুধু নমস্কার করাই নয় দেবীর পায়ে হাত দিয়ে কয়েক পাক ঘুরে ফেললেন আবার ক্ষমা চেয়ে নিলেন তার পর বাইরে থেকে কেউ ঢুকছে কি না একবার দেখে নিয়ে মায়ের মুহূর্তে টেনে খুলে নিলেন। যদিও তার মাঝে আরও একবার মাকে প্রণাম সেরেছেন। এর পর মুকুট খুলে সোজা পকেটে ভরলেন তার পর সেই ঈশ্বর ভক্ত রুপি চোর আস্তে আস্তে সাধুর মতো বেরিয়ে গেলেন গর্ভগৃহ থেকে।

তবে চারদিকে কেউ না দেখলেও তাঁর কুকির যে সিসিটিভি ফুটেজে রেকর্ড হচ্ছে তা দেখারও বোধহয় সময় ছিল না। যদিও গত বুধবারের এই ঘটনায় মূল অভিযুক্তকে এখনও অবধি চিহ্নিত করা সম্ভব হয়নি তবে সেই ভক্ত রূপে চরের তল্লাশিতে নেমেছে পুলিশ। সিসিটিভি খতিয়ে দেখে চোর ধরার অভিযানে নেমেছে পুলিশ।

সম্পর্কিত খবর