তিন তিনটে ছাগল চুরি করে বাইক ফেলে দিয়েই “হাওয়া” চোরের দল! তদন্ত শুরু পুলিশের

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে যত দিন এগোচ্ছে ততই বাড়ছে চুরির ঘটনা। প্রায় প্রতিদিনই একাধিক চুরির প্রসঙ্গ উঠে আসে খবরের শিরোনামে। যদিও, সেগুলির মধ্যে এমন কিছু ঘটনা থাকে যা রীতিমতো অবাক করে দেয় আমাদের। এমনকি, কিছু কিছু ক্ষেত্রে চোরেরা (Thieves) অদ্ভুত সব কর্মকান্ডও ঘটিয়ে ফেলে। সেই রেশ বজায় রেখেই এবার এক অবাক করা ঘটনা সামনে এসেছে।

জানা গিয়েছে, এবার ছাগল চুরি করতে এসে তিনটি ছাগলকে নিয়ে উধাও হয়ে যায় চোরের দল। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, চোরেরা ছাগল চুরি করে পালালেও ফেলে যায় তাদের বাইকটি। আর এই ঘটনাতেই বিষ্মিত হয়েছেন সবাই। প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার (North 24 Parganas) দেগঙ্গার অন্তর্গত বাজেতপুর এলাকায়।

   

গত শনিবার রাত সাড়ে এগারোটা নাগাদ মাফোরা বিবির বাড়ি থেকে একইসাথে তিনটে ছাগলকে চুরি করে চম্পট দেয় চোরেরা। এমতাবস্থায়, সকালবেলায় ঘুম থেকে উঠেই ছাগলের ঘর ফাঁকা অবস্থায় দেখেন মাফোরা বিবি। তারপরেই পুরো বিষয়টি স্পষ্ট হয়ে যায় তাঁর কাছে। পাশাপাশি, চুরি যাওয়া ছাগলগুলির আনুমানিক মূল্য প্রায় ১ লক্ষ টাকা বলেও জানা গিয়েছে।

এদিকে, ওই বাড়ির সামনেই একটি বাইককে দেখতে পান গ্রামবাসীরা। যার ফলে তাঁরা বুঝে যান যে, ছাগল চুরি করার পরে বাইক ফেলে দিয়েই গাড়িতে করে পালিয়ে যায় চোরের দল। ইতিমধ্যেই এই ঘটনার পরিপ্রেক্ষিতে দেগঙ্গা থানায় অভিযোগ দায়ের করেছেন মাফোরা বিবি। পাশাপাশি, পুলিশ এসে ওই বাইকটি থানায় নিয়ে গিয়ে এই ঘটনার তদন্ত শুরু করেছে।

goat 759

উল্লেখ্য যে, মাফোরা বিবির স্বামী মারা গিয়েছেন ১৮ বছর আগে। পাশাপাশি, তাঁর এক ছেলেও বর্তমানে কলেজে পড়াশোনা করছেন। এমতাবস্থায়, ছাগল লালনপালন করেই সংসার চালাতেন তিনি। তবে, এইভাবে ছাগল চুরির ঘটনায় স্বাভাবিকভাবেই তিনি সমস্যায় পড়েছেন। পাশাপাশি, তিনি চোরেদের শাস্তির দাবিও জানিয়েছেন। পুরো ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর