এমনও সম্ভব! এক একটি ইট চুরি করে আস্ত স্কুল উধাও করে দিল চোর, চমকে দেবে এই অবিশ্বাস্য ঘটনা

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে যত দিন এগোচ্ছে ততই পাল্লা দিয়ে বাড়ছে চুরির সংখ্যা। এমনকি, বিশ্বের প্রতিটি প্রান্ত থেকেই এই ধরণের ঘটনা উঠে আসে খবরের শিরোনামে। যদিও, ওই সমস্ত চুরির ঘটনাগুলির মধ্যে এমন কিছু ঘটনা থাকে যেগুলি শুনে রীতিমতো চক্ষু চড়কগাছ হয়ে যায় সকলের। সেই রেশ বজায় রেখেই এবার একটি অবিশ্বাস্য চুরির প্রসঙ্গ সামনে এসেছে। এমনকি, সেই সংক্রান্ত একটি ছবিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)।

যে ছবিটিতে দেখা গিয়েছে, চুরি করতে এসে এবার আস্ত স্কুলের ভবনকেই চুরি করে নিয়ে গেছে চোরেরা। হ্যাঁ, প্রথমে শুনে অবিশ্বাস্য মনে হলেও এবার ঠিক এই ঘটনাই ঘটেছে। প্রাপ্ত খবর অনুযায়ী জানা গিয়েছে যে, দক্ষিণ আফ্রিকার কেপটাউনের উইৎজিগ সেকেন্ডারি স্কুলে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। মূলত, ওই স্কুলের ভবন থেকে চোরেরা প্রতিটি ইট চুরি করে আস্ত ভবনটিকেই গায়েব করে দিয়েছে।

এমতাবস্থায়, চোরদের এই কর্মকাণ্ডের জেরে এখন ওই স্থানে শুধুমাত্র জমিটি অবশিষ্ট রয়েছে। পাশাপাশি, স্কুলটির মেঝের কিছুটা অংশও দেখা গিয়েছে। এই প্রসঙ্গে ব্রিটিশ সংবাদপত্র মেট্রোর খবরে বলা হয়েছে যে, দক্ষিণ আফ্রিকার একটি স্কুল সকলের অগোচরে রীতিমতো উধাও হয়ে যায়। এর কারণ হল, চোরেরা ক্রমাগত বিদ্যালয় ভবনের প্রতিটি ইট চুরি করে নিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য যে, এই স্কুলটি ২০১৯ সালে বন্ধ হয়ে যায়। তার ঠিক ছয় মাস পরেই সেটি উধাও হয়ে গিয়েছে।

চোরেরা কি কি চুরি করেছে: এই খবর সামনে আসার পরই অনুমান করা হচ্ছে যে, চোরেরা এই কাজ করার আগে বেশ করেকবার স্কুলটি পরিদর্শন করে। তারা প্রথমে স্কুলের ভবন থেকে ইট চুরি করতে থাকে। এরপরে বিদ্যালয়ের জানালা, ছাদের টাইলস এবং জিনিসপত্রও চুরি করতে থাকে তারা। শুধু তাই নয়, ভবনে থাকা পাইপ, বৈদ্যুতিক জিনিসপত্র এবং ব্ল্যাকবোর্ডও একে একে উধাও হয়ে যায়।

মাদকাসক্তরাই ঘটিয়েছে এই কাজ: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, চুরি করা জিনিসপত্রগুলি বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে দেওয়া হয়েছিল বলে জানা গিয়েছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, চোরেরা স্কুলের প্রতিটি জানালা ৪৫০ টাকায় বিক্রি করেছিল। পাশাপাশি, প্রতিটি ইটের দাম ছিল ২.২৫ টাকা। স্থানীয় বাসিন্দারা দাবি করেছেন যে, মাদকের টাকা জোগাড় করার জন্য মাদকাসক্তরাই এই কাজ ঘটিয়েছে।

https://twitter.com/renmusb1/status/1587590876519288832?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1587590876519288832%7Ctwgr%5Ec62afadf449b58279945f0b89b7bb4f25f575067%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.tv9hindi.com%2Fcareer%2Fschool-in-cape-town-completely-vanishes-after-thieves-stole-everything-brick-by-brick-au133-1541805.html

মাত্র ছ’মাসে পুরো স্কুল উধাও: মূলত, শিক্ষা দফতর ২০১৯ সালে এই স্কুলটি বন্ধ করে দেয়। স্কুল ভবনটির খারাপ অবস্থা এবং ঐ অঞ্চলে বিভিন্ন অপরাধমূলক কাজ সংঘটিত হওয়ার কারণে স্কুল বন্ধের সিদ্ধান্ত নেয় শিক্ষা দফতর। এমতাবস্থায়, স্কুল বন্ধের ছ’মাস পরেই উধাও হয়ে যায় ওই স্কুল। যদিও, গুগল আর্থ-এর মাধ্যমে তোলা ছবিতে বিদ্যালয়ের পূর্বের ও বর্তমান অবস্থার বিষয়টি স্পষ্টভাবে পরিলক্ষিত হয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর