আমাদের বাসভবনে কি কি থাকলে জীবনে নামে দুর্ভাগ্য

বাংলাহাণ্ট ডেস্কঃ আমাদের প্রত্যেকের জীবনই নানা সমস্যায় পরিপূর্ন। জ্যোতিষ মতে আমাদের জন্মছক  বা পূর্বজন্মের কোনো কারনে ঘটে  এই সব সমস্যার সূত্রপাত। বিভিন্ন রত্ন ধারন করলে অনেকসময় এই সমস্যার থেকে মুক্তি পাওয়া যায়। কিন্তু অর্থনৈতিক কারনে অনেক সময় এই বহু মূল্য রত্ন আমাদের পক্ষে ধরন করা সম্ভব হয় না। জ্যোতিষ বলে রত্ন ধারন না করতে পারলেও কিছু সাধারন নিয়ম মেনে চললেও এই দুর্ভাগ্যকে রুখে দেওয়া  সম্ভব। এর আগে আমরা আপনার অর্থনৈতিক অবস্থা পরিবর্তন করে কিভাবে সুখ ও সমৃদ্ধিতে পরিবার ভরিয়ে তুলতে পারেন তার কথা বলেছি।

কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় অর্থনৈতিক ক্ষেত্রে অনেক পরিশ্রম করেও কিছুতেই স্বাচ্ছন্দ্য আসে না। বাস্তু বলছে শুধু পরিশ্রম নয় ঘরে থাকা বস্তু ও তার অবস্থানও আমাদের ভাগ্যের পক্ষে কাঁটা হয়ে উঠতে পারে। আবার কিছু অবাঞ্ছিত জিনিস আমাদের বাসভবনে থাকলেও আসতে পাড়ে দুর্ভাগ্য। জেনে নিন সেই সব জিনিসগুলি সম্পর্কে

images 1 13

পায়রার বাসা- আমরা অনেকেই পায়রা পুষি। কিন্তু অনেক সময় আমাদের অজান্তেই  বাড়ির বারান্দা, ঘরের ঘুলঘুলি, কার্ণিশে  পায়রা বাসা বাঁধে! বিশ্বাস করা হয়, পোষা নয় এমন পায়রার বাসা বাড়িতে থাকলে অভাব পিছু ছাড়েনা।

মৌচাক: অনেকের বাড়ির কার্নিষে মৌমাছই বাসা বাঁধে। বাড়িতে মৌচাক থাকলে জীবনে অশান্তি, শোকের ছায়া এবং অভাব অনটন নেমে আসে।

মাকরসার জাল: মাকড়সার জাল আমাদের প্রায় অনেকের বাড়িতেই দেখা যায়।  বাড়িতে মাকরসার জাল থাকা অলক্ষ্মীর লক্ষণ।

ভাঙা কাঁচ:  বাড়িতে ভাঙা কাঁচ থাকলে জীবনে ঘোর অভাব নেমে আসে। ভাঙা কাঁচে মুখ ও দেখবেন না।

সম্পর্কিত খবর