ধারাবাহিকতার কথা ভাবতে গিয়ে কখনই নিজের ব্যাটিং স্টাইল পরিবর্তন করতে পারবো না: সঞ্জু স্যামসন।

হাঁটুতে চোট পাওয়ার কারণে এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে ছিটকে গিয়েছেন ভারতীয় ওপেনার ব্যাটসম্যান শিখর ধাওয়ান। আর তাই দলে সুযোগ পেয়েছেন তরুণ উইকেট রক্ষক ব্যাটসম্যান সঞ্জু স্যামসন। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করার নিরিখে বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দলে সুযোগ পেয়েছিলেন তিনি, কিন্তু সেই সময় প্রথম একাদশে সুযোগ হয় নি। কোনরকম ম্যাচ খেলার সুযোগ না পেয়েই ওয়েস্ট ইন্ডিজ বিরুদ্ধে প্রথম ভারতীয় দলে জায়গা হয় নি তার। পরে শিখর ধাওয়ানের চোটের জন্য দলে ডাকা হয়েছে সঞ্জু স্যামসন কে। আর তাই ক্যারিবিয়ানদের বিরুদ্ধে প্রথম একাদশে সুযোগ পেতে মরিয়া হয়ে রয়েছেন সঞ্জু স্যামসন। এছাড়াও তিনি জানিয়ে দিলেন যে দলের প্রয়োজনে তিনি কিপিং করতে প্রস্তুত।

কিছুদিন আগে ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ রবি শাস্ত্রী জানিয়ে ছিলেন যে এই মুহূর্তে অর্থাৎ আগামী বছর অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতীয় দলে একটা জায়গা ফাঁকা রয়েছে সেটা হল এমন একজন ব্যাটসম্যান যিনি ওপেনিং করতে পারবেন সেই সাথে দক্ষতার সাথে উইকেটের পেছনে দাঁড়িয়ে উইকেট রক্ষকের কাজও করতে পারবেন। আর শাস্ত্রীর মুখে এমন কথা শোনার পর ভারতীয় ক্রিকেট মহলে শোনা যাচ্ছে ভারতীয় দলের সেই জায়গাটি নিতে পারেন একমাত্র সঞ্জু স্যামসন। কারণ এই মুহূর্তে তিনি ঘরোয়া ক্রিকেটে যে পারফরম্যান্স করে চলেছেন তাতে সঞ্জুর থেকে ভালো আর কেউ নেই বলে মনে করছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।

20546664198033d77330407d377234d3c5e73e945

আর এই প্রসঙ্গে 25 বছর বয়সী তরুণ উইকেট রক্ষক  জানিয়েছেন যে আমি কখনোই ধারাবাহিকতা নিয়ে ভাবি না। কারণ ধারাবাহিকতা নিয়ে ভাবতে গেলে নিজের ব্যাটিং স্টাইল পরিবর্তন করতে হয় আর আমি সেটা কখনোই করতে পারবো না। মাঠে নেমে বোলারদের শাসন করায় মূলত আমার কাজ আর এতদিন সেই ভাবে ব্যাটিং করেই আমি সফলতা অর্জন করেছি। তাই ধারাবাহিকতার কথা ভাবতে গিয়ে আমি নিজের ব্যাটিং স্টাইল পরিবর্তন করতে পারবো না। সেই সাথে তিনি জানিয়েছেন যে আমি বিগত পাঁচ বছর ধরে কেরালার সীমিত ওভারের ক্রিকেটে উইকেট রক্ষক রয়েছি। তাই ভারতীয় দলে যদি আমাকে উইকেটরক্ষক হিসাবে নেওয়া হয় তাতে আমার কোনো রকম অসুবিধা হবে না বরং বাড়তি দায়িত্ব নিতে আমি প্রস্তুত।  এখন এটাই দেখার যে সঞ্জু স্যামসন কি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের প্রথম একাদশে সুযোগ পান নাকি নিজের প্রতিভা দেখানোর জন্য তাকে আরও বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর