বাংলাহান্ট ডেস্ক : মাস কয়েক হল জি বাংলায় শুরু হয়েছে ‘আনন্দী’ (Anondi) ধারাবাহিক। এই সিরিয়ালের হাত ধরে আবারো ফিরেছে ছোটপর্দার জনপ্রিয় জুটি ঋত্বিক-অন্বেষা। এর আগে তাঁদের ‘এই পথ যদি না শেষ হয়’ সিরিয়াল এতটাই জনপ্রিয় হয়েছিল যে অন্বেষার ‘টুকাইবাবু’ ডাকটা ফেরত আনা হয়েছে এই সিরিয়ালেও। কম সময়ের মধ্যেই দর্শকদের মন আবারো জিতে নিয়েছে এই জুটি।
বড়সড় টুইস্ট এল আনন্দী (Anondi) সিরিয়ালে
টিআরপি তুলতে নির্মাতারাও অবশ্য কোনো কমতি রাখছে না। একের পর এক টুইস্ট যেমন আসছে, তেমনি আনন্দী (Anondi) চরিত্রটিতে রয়েছে ভরপুর কমেডিও। দুয়ে মিলে বেশ ভালোই চড়চড়িয়ে উঠছে টিআরপি। তবে এবার ফের নতুন ফ্যাসাদে পড়েছে আনন্দী। তার আর আদিদেবের মাঝে এসে হাজির তৃতীয় ব্যক্তি।
সুপায়নের কারসাজি ফাঁস করে আনন্দী: অতি সম্প্রতি সুপায়নের মুখোশ খুলে দিয়ে তার কাটমানি নেওয়ার বিষয়টা ফাঁস করে দিয়েছে আনন্দী (Anondi) আর আদিদেব। ক্ষুব্ধ অনিরুদ্ধ রায়চৌধুরী তাকে মেডিনেস্টের সমস্ত পদ থেকে সরিয়ে দিয়েছে। আর তারপরেই আরো এক অসাধ্য সাধন করেছে আনন্দীৎ(Anondi)।
আরো পড়ুন: হয়ে গেল সারেগামাপা-র গ্র্যান্ড ফিনালে! অতনু-অনীক নাকি দার্জিলিংয়ের আরিয়ান, কে পেল সেরার শিরোপা?
ফের সামনে নতুন বাধা: শাশুড়ি মা আর বাড়ির অন্য মহিলাদের সঙ্গে নিয়ে গিয়ে হাজির হয়েছে মেডিনেস্টে। তাদের রান্নার গুণমানের জন্য নন্দিনী আর অনিরুদ্ধ বাধ্য হয়েছে ‘টেস্টি টামি’কে হাসপাতালের ভেন্ডারের বরাত দিতে। কিন্তু বাড়িতে এর জন্য সেলিব্রেশন শুরু হওয়ার আগেই বড় ধাক্কা খায় আনন্দী (Anondi)।
আরো পড়ুন: শেয়ার মার্কেটে রক্ত ক্ষরণ! এক দিনে খোয়া গেল ১৪ লক্ষ কোটি টাকা, মাথায় হাত বিনিয়োগকারীদের
নন্দিনী ষড়যন্ত্র করে সোজা বাড়িতে নিয়ে চলে আসে তিতিরকে। আর তিতিরও ঘোষণা করে দেয় যে, এবার থেকে সে রায়চৌধুরী বাড়িতেই থাকবে। তিতিরের যে আদৌ কিচ্ছু হয়নি, সে সম্পূর্ণ সুস্থ, তা জেনেও প্রমাণের অভাবে কিছু বলতে পারে না আনন্দী। এদিকে তিতির সোজা উড়ে এসে জুড়ে বসায় আনন্দীর সামনে সমস্যা যে আরো বাড়তে চলেছে তা বেশ বোঝা যাচ্ছে।