বাংলাহান্ট ডেস্ক : টিআরপি ধরতে ক্ষণে ক্ষণে মোড় বদলায় গল্পের। দর্শকদের আগ্রহ ধরে রাখতে একের পর এক টুইস্ট আনেন নির্মাতারা। কারণ টিআরপি থাকলেই টিকে থাকবে সিরিয়াল (Serial)। নম্বর কমে যাওয়া মানেই নড়বড়ে স্লট। আবার ধারাবাহিকের ভবিষ্যৎ নিয়ে শুরু চিন্তা। তাই বারে বারে নানান চমক এনে দর্শক ধরে রাখার চেষ্টায় থাকেন নির্মাতারা।
দ্রুত টিআরপি বাড়ছে সিরিয়ালের (Serial)
জি বাংলায় এই মুহুর্তে নতুন পুরনো সিরিয়াল (Serial) মিলিয়ে মিশিয়ে সম্প্রচারিত হচ্ছে। বেশ কয়েকটি সিরিয়াল একটানা হয়ে চলেছে স্লট লিডার। প্রতিপক্ষকে মাথাও তুলতে দিচ্ছে না মেগাগুলি। আবার কিছু কিছু ধারাবাহিক (Serial) প্রথমে টিআরপিতে পিছিয়ে থাকলেও হাল ধরে নিয়েছে দ্রুত।
এসেছে বড় টুইস্ট: জি বাংলার ‘মিত্তির বাড়ি’ এমনি একটি সিরিয়াল (Serial), যেটি প্রথমে টিআরপিতে পিছিয়ে থাকলেও বর্তমানে বেশ গতি ধরে নিয়েছে। আসলে বিপরীতে স্টার জলসায় ‘চিরসখা’ শুরু হতেই হুড়মুড়িয়ে বেড়েছে মিত্তির বাড়ির নম্বর। আর এই নম্বর ধরে রাখতেই এবার পরপর টুইস্ট নিয়ে আসছেন নির্মাতারা। সাম্প্রতিক পর্বেই এসেছে বড় চমক।
আরো পড়ুন : অবশেষে বোধোদয়! নুন আনতে পান্তা ফুরোনোর দশা হতেই ভারতের কাছে “বিশেষ আর্জি” ইউনূসের
কী দেখাল সিরিয়ালে: ভালোবাসার মরশুমে জোনাকি ঠিক করে, ধ্রুবকে মনের কথাটা জানিয়ে দেবে। সেই মতো নাতিবাবুকে প্রেম নিবেদন করতেই রেগে আগুন হয়ে যায় ধ্রুব (Serial)। স্পষ্ট জানিয়ে দেয়, সে আর কোনোদিন কাউকে ভালোবাসতে পারবে না। সেই সঙ্গে ফ্ল্যাশব্যাকে দেখা যায়, একটি মেয়েকে প্রেম প্রস্তাব দিতে যাচ্ছে ধ্রুব। কিন্তু তার আগেই সে খবর পায়, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তার মনের মানুষের। সেই থেকে আর কাউকে ভালোবাসতে পারেনি ধ্রুব।
আরো পড়ুন : একী অবস্থা! AC-র হাওয়া খেতে হলেও মানতে হবে নিয়ম, ফতোয়া জারি বাংলাদেশে
এমন টুইস্ট দেখে দর্শকরা অনেকেই মনে করছেন, ভবিষ্যতে হয়তো তৃতীয় নারী হয়ে কেউ প্রবেশ করতে পারে ধ্রুব জোনাকির মধ্যে। আপাতত কীভাবে নাতিবাবুর মনে জায়গা করতে পারবে জোনাকি সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরা।