বাংলাহান্ট ডেস্কঃ করোনার (covid-19) দ্বিতীয় পর্যায়ে কিছুটা হলেও সফলতার দিকে এগোচ্ছে ভারত (india)। কমছে দৈনিক সংক্রমণের হার এবং মৃতের সংখ্যা। পাশাপাশি সুস্থ হয়ে বাড়ি ফিরছেন বেশি সংখ্যক মানুষ। বিভিন্ন রাজ্যে জারি করা লকডাউনের জেরে এমনটা সম্ভব হয়েছে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
করোনার দ্বিতীয় ঢেউ থেকে দেশ নিষ্কৃতির দিকে এগোলেও, বিশেষজ্ঞদের ধারণা এবার ভারতের দিকে ধেয়ে আসছে করোনার তৃতীয় ঢেউ (3rd wave of corona)। ইতিমধ্যেই বেশকিছু দেশে করোনার তৃতীয় পর্বের সংক্রমণের জন্য লকডাউন জারি করা হয়েছে। তবে এই তৃতীয় সংক্রমণের ভয়াবহ আঁচ করতে পেরে, আগে থাকতেই সেবিষয়ে প্রস্তুতি নিতে শুরু করেছে ভারত সরকার। প্রতি মুহূর্তে নিজের রূপ বদলাচ্ছে ভাইরাস। তাই আগে থাকতেই প্রস্তুতি নিচ্ছে সরকার।
‘ডেলটা ভ্যারিয়েন্ট’-র পর এবার কোন প্রজাতির করোনা ভাইরাস আসতে চলেছে করোনার তৃতীয় পর্বে, তা নিয়ে সংশয় রয়েছে বিজ্ঞানমহলে। তবে এরই মধ্যে নীতি আয়োগ সদস্য বি কে সরস্বত জানিয়েছেন, ‘করোনার দ্বিতীয় ঢেউয়ের সঙ্গে আমরা খুব ভালো ভাবে মোকাবিলা করলেও, আগামী সেপ্টেম্বর থেকে অক্টোবরেই করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়তে চলেছে। তবে তার আগে ভ্যাকসিনেশন বাধ্যতামূলক। যত তাড়াতাড়ি সম্ভব ভ্যাকসিন প্রয়োগ প্রকিয়া সম্পন্ন করতে হবে’।
অপরদিকে আরও এক সদস্যের কথায়, ‘করোনার দ্বিতীয় পর্যায়ে সঠিক সময়ে লকডাউনের জেরে, সংক্রমণ অনেকটাই আটকানো সম্ভব হয়েছে। তবে ডিসেম্বর-জানুয়ারি মাসে মানুষের ভুলের মাসুল দিতে হয়েছে আমাদের। তাই সেই ভুল আর দ্বিতীয় বার করতে চাই না। সকলেই যদি সঠিকভাবে করোনা সতর্কীকরণ মেনে চলি, তাহলে তৃতীয় ঢেউয়ের প্রভাব কিছুটা হলেও কম পড়বে দেশে’।