ইডেন গার্ডেন্সে কর্ণাটক কে হারিয়ে তেরো বছর পর রঞ্জি ট্রফির সেমি ফাইনালে বাংলা। মঙ্গলবার ইডেনে 174 রানে কর্ণাটক কে হারালো মনোজ তেওয়ারিরা। মুকেশ কুমারের ছয় উইকেটের দাপটে মাত্র 177 রানেই শেষ হয়ে গেল কর্ণাটকের দ্বিতীয় ইনিংস। এছাড়াও বাংলার হয়ে দুটি করে উইকেট নেন আকাশদীপ এবং ঈশান পোড়েল।
শনিবার টসে জিতে প্রথমে বাংলাতে ব্যাটিং করতে পাঠায় কর্নাটকের অধিনায়ক করুন নায়ার। প্রথমে ব্যাটিং করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয় ঘটে বাংলার, মাত্র 63 রানে 6 উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলা। সেই জায়গা থেকে বাংলাকে টেনে তুলে অনুস্পুষ্ট মজুমদার, অনুষ্পুষ্টর 149 রানের উপর ভর করে প্রথম ইনিংসে 312 রান তোলে বাংলা। তারপর প্রথম ইনিংসে ব্যাটিং করতে নামে কর্ণাটক, কর্ণাটক তাদের প্রথম ইনিংস শেষ করে 122 রানে। এর ফলে প্রথম ইনিংসে 190 রানের লীড পেয়ে যায় বাংলা।
এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ফের ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়তে হয় বাংলাকে। দ্বিতীয় ইনিংসে মাত্র 161 রানে অলআউট হয়ে যায় বাংলা। চতুর্থ ইনিংসে জয়ের জন্য কর্নাটকের প্রয়োজন ছিল 352 রান। 352 রানের লক্ষ্যমাত্রা পূরণ করতে নেমে শুরুতেই শূন্য রানে ওপেনার কে এল রাহুলকে হারায় কর্ণাটক। তারপর একের পর এক উইকেটে হারাতে থাকে। কর্নাটকের হয়ে দেবদূত কিছুটা লড়াই করার চেষ্টা করলেও মুকেশ কুমারের আগুনে বোলিংয়ের সামনে পরে মাত্র 177 রানেই শেষ কর্ণাটকের দ্বিতীয় ইনিংস। এরফলে সেমি ফাইনালে কর্ণাটককে 174 রানে হারিয়ে তেরো বছর পর রঞ্জির ফাইনালে উঠল বাংলা। শেষ বার বাংলা ফাইনালে উঠেছিল 2007 সালে। ম্যাচের সেরা হয়েছেন অনুষ্পুষ্ট মজুমদার।