বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আগামী বছর অলিম্পিকের আগে এই বছর এশিয়ান গেমসে (2023 Asian Games) ভারতীয় ক্রীড়াবিদদের পারফরম্যান্স কেমন হয় সেদিকে নজর রয়েছে ভারতীয় ক্রীড়াপ্রেমীদের। সদ্য আরম্ভ হওয়া চীনের মাটিতে আয়োজিত এই সংস্করণটি প্রত্যেক ক্রীড়াবিদের কাছে বাড়তি গুরুত্ব পাচ্ছে। এই প্রতিবেদনে আমরা দেখে নেব যে কোন কোন ক্রীড়াবিদের ওপর ভারত নির্ভর করতে পারে স্বর্ণ পদকের জন্য…
নীরজ চোপড়া: কোনও সন্দেহ নেই যে এইমুহূর্তে তিনি ভারতের সর্বশ্রেষ্ঠ ক্রীড়াবিদ। ২৫ বছর বয়সী জ্যাভেলিন থ্রোয়ার ইতিমধ্যেই অলিম্পিক, এশিয়ান গেমস এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতে ভারতের মুখ উজ্জ্বল করেছেন। এই বছর ইতিমধ্যেই নীরজকে তার সেরা ছন্দে দেখা গিয়েছে। আগস্ট মাসে বুদাপেস্টে বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জয় করেছেন। জুরিখ ডায়মন্ড লিগ এবং ডায়মন্ড লিগের ফাইনালে রুপো জেতার আগে তিনি দোহা এবং লুসান ডায়মন্ড লিগের ইভেন্টেও অসাধারণ পারফরম্যান্স করেছিলেন। এশিয়ান গেমসে সোনা জয়ের ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী।
নিখাত জারিন: মেয়েদের বক্সিং ইভেন্ট থেকে তার শোনা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ভারতীয় সমর্থকরা। বিশ্ব চ্যাম্পিয়নশিপ এবং কমনওয়েলথ গেমস উভয়ে প্রতিযোগিতাতেই ৫০ কেজি বিভাগে সেরা হওয়া নিখাত গতবছর থেকে সোনা জয়ের দৌড়ে রয়েছেন এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছেন। আসন্ন এশিয়ান গেমস তার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই ইভেন্টে সেমিফাইলের যোগ্যতাঅর্জন মানেই ভারতের জন্য প্যারিস অলিম্পিক একটি জায়গা নিশ্চিত করবে। তার পাশাপাশি নিখাত আরও এক ধাপ এগিয়ে তার কেরিয়ারে প্রথমবার এশিয়ান গেমসের মঞ্চে স্বর্ণপদক জয় করতে চাইবে।
মুরলী শ্রীশঙ্কর: ভারতের স্বর্ণপদকের ভাষার ক্ষেত্রে আরেকজন বড় ফেভারিট। লং জাম্পে শ্রীশঙ্কর নিজের প্রথম এশিয়ান গেমস পদকের জন্য তার স্বদেশী প্রতিদ্বন্দ্বী এবং জাতীয় রেকর্ড হোল্ডার জেসউইন অলড্রিনকে অন্যদের সাথে পরাজিত করার লক্ষ্য নিয়ে নামবেন। তবে তাদের মধ্যে যাই জিতুক না কেন তাতে লাভ হবে ভারতের। এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে রৌপ্য পদক এবং প্যারিস ডায়মন্ড লিগে তৃতীয় স্থান অধিকার করার পর এশিয়ান গেমসে সোনার সঙ্গে নিজের দূরত্ব এবার ঘোচাতে চান মুরলী।
আরও পড়ুন: ১ দিনে ২ বার বাংলাদেশকে হারালো ভারত! সুনীলের গোলে বেঁচে এশিয়ান গেমসের নক-আউট খেলার স্বপ্ন
◆ দলগত ইভেন্টগুলির মধ্যে ক্রিকেট, হকি, কাবাডি দলগুলোর কাছেও অনেক প্রত্যাশা থাকবে সমর্থকদের। ভারতীয় ফুটবল দলগুলি ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছে। ভারতের মহিলা ক্রিকেট দল মাঠে নেমেছে কিন্তু পুরুষ দলের মাঠে নাম তো এখনো কিছুদিন দেরি হয়েছে। এছাড়া হকি দল কেমন সন্দে থাকবে সেই সংক্রান্ত যাবতীয় আপডেট সময় মত পৌঁছে দেওয়া হবে।