বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতীয় দল এখনো অবধি আইসিসি আয়োজিত যে কটি ট্রফিতে অংশগ্রহণ করেছে তার মধ্যে মাত্র পাঁচবার সেই ট্রফি ঘরে আনতে পেরেছে। বহুবার আইসিসি ট্রফির ফাইনালে পৌঁছেও ট্রফি হাতছাড়া হয়েছে ভারতীয় দলের। আজ আমরা জেনে নেব সেই তিন ভারতীয় অধিনায়কের সম্পর্কে যারা আশা জাগেও শেষ পর্যন্ত আইসিসি ট্রফির ফাইনালে গিয়ে ট্রফি হাতে তুলতে ব্যর্থ হয়েছেন।
বিরাট কোহলি: বিরাট কোহলি ২০১৪ সালে প্রথমবার ভারতের অধিনায়কত্ব করেন টেস্ট ফরম্যাটে। আরো দুই বছর পরে তিনি সীমিত ওভারের ক্রিকেটে ভারতীয় অধিনায়কের দায়িত্ব পেয়েছিলেন। ২০২১ ওবাদে বিরাট কোহলি মোট দুবার আইসিসি ট্রফির ফাইনালে নিয়ে গিয়েছিলেন নিজের দলকে। কিন্তু ২০১৭ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে পাকিস্তানের কাছে এবং ২০২১ সালে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল তার।
সৌরভ গঙ্গোপাধ্যায়: ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে খারাপ সময়ে অধিনায়কত্বের দায়িত্ব কাকে তুলেছিলেন সৌরভ। তার ছয় বছরের অধিনায়কত্বে ভারতীয় দল অভূতপূর্ব উন্নতি করেছিল। তিনি মোট তিনটি আইসিসি প্রতিযোগিতায় ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন এবং তিনবারই ভারতকে ফাইনালে তুলেছিলেন। কিন্তু ট্রপির ছোঁয়া পেয়েছিলেন কেবলমাত্র ২০০২ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে। যদিও সেবার বৃষ্টির জন্য ফাইনালটি সম্পূর্ণ না করতে পারায় ভারত ও শ্রীলঙ্কাকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছিল। ২০০০ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে এবং ২০০৩ বিশ্বকাপের ফাইনালে রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারতে হয়েছিল ভারতকে।
মহেন্দ্র সিং ধোনি: ভারতীয় ক্রিকেটের সবচেয়ে সফল অধিনায়ক। তিনটি আইসিসির ট্রফি নিজেরা অধিনায়ক করতে ভারতকে উপহার দিয়েছেন তিনি। কিন্তু এ হ্যালো ক্যাপ্টেন কুলকেও আইসিসি ট্রফির ফাইনালে হারের যন্ত্রণা সহ্য করতে হয়েছে একসময়। ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের মাটিতে ফাইনালে পৌঁছেও শ্রীলঙ্কার কাছে সেই ফাইনাল হাঁটতে হয়েছিল ধোনির ভারতকে। ওই ট্রফিটি হাতে পেলে পরপর দুই বছরের দুটি আইসিসি ট্রফি জয়ের রেকর্ড করে ফেলতেন মাহি।