বাংলা হান্ট ডেস্কঃ 17 নভেম্বর নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয়পুরে প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামছে ভারতীয় দল। এই ম্যাচেই প্রথম অধিনায়ক হিসেবে অভিষেক করবেন রোহিত শর্মা। ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনেও রোহিত বলেছেন, খেলোয়াড়দের সম্পূর্ণ স্বাধীনতা দিতে চান তারা। একইসঙ্গে এই সিরিজে যেহেতু বিশ্রাম নিয়েছেন বেশ কিছু সিনিয়র খেলোয়াড় তাই হয়তোবা একবার তরুণ খেলোয়াড়দেরও সুযোগ দিয়ে দেখে নিতে চাইবে ভারতীয় শিবির। কোন কোন খেলোয়াড়ের অভিষেক হতে পারে এই সিরিজে? অনেকেই মনে করছেন প্রথম টি-টোয়েন্টিতে সুযোগ পেয়ে যেতে পারেন ভারতের তিন তরুণ খেলোয়াড়। আসুন দেখে নেওয়া যাক কারা কারা রয়েছেন এই তালিকায়।
রুতুরাজ গাইকোয়াড়ঃ
গতবার আইপিএলে চুড়ান্ত ব্যার্থ হবার পর এবার ফের একবার ট্রফি জিতে দুরন্ত কামব্যাক করেছে ধোনির ইয়োলো ব্রিগ্রেড সিএসকের এই সফলতার পিছনে যে খেলোয়াড়ের ভূমিকা ছিল সবথেকে বেশি তিনি তরুণ রুতুরাজ। ধোনি অধিনায়কত্ব ছাড়ার পর অনেকেই তাকে অধিনায়কের প্রবল দাবিদার বলেও মানতে শুরু করেছেন শুধুমাত্র এবারের আইপিএলেই ব্যাট হাতে ১৬ ম্যাচে ১৩৬.২৬ স্ট্রাইক রেটে ৬৩৫ রান সংগ্রহ করেছেন তিনি, একই সাথে জিতে নিয়েছেন অরেঞ্জ ক্যাপও। সম্প্রতি সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও মহারাষ্ট্র দলের নেতৃত্বের দায়িত্ব রয়েছে এই তরুণ খেলোয়াড়ের কাঁধে। এখন ইন্ডিয়ার নীল জার্সিতে এই সিরিজেই তিনি সু্যোগ পান কিনা সেদিকেই তাকিয়ে থাকবে সকলে।
হর্ষল প্যাটেলঃ
এবারের আইপিএলে ব্যাট হাতে যেমন নতুন স্টার হয়ে উঠেছিলেন রুতুরাজ তেমনি বল হাতে দুরন্ত ফর্মে ছিলেন আরসিবির হর্ষল। বিশেষ করে কোহলির দলকে প্লে অফে তুলতে যথেষ্ট বড় ভূমিকা ছিল এই তরুণ জোরে বোলারের। মরশুমে মোট ৩২ টি উইকেট নিয়ে একদিকে যেমন তিনি জিতে নিয়েছিলেন পার্পেল ক্যাপ তেমনি সিএসকের চ্যাম্পিয়ান অলরাউন্ডার ব্রাভোর রেকর্ডও ছুঁয়ে ফেলেছেন তিনি। আইপিএলের এক মরশুমে সর্বোচ্চ উইকেট শিকারী হিসাবে ২০১৩ সালে ব্রাভোর তুলে নেওয়া ৩২ উইকেটই এতদিন পর্যন্ত ছিল শীর্ষ স্থানে। এবার সেই তালিকায় যুক্ত হল হর্ষলের নামও একই সঙ্গে এবারের আইপিএলে একটি হ্যাটট্রিকও রয়েছে তার। অনেকেই মনে করছেন সুযোগ পেলে এই বোলার এবার এবার যথেষ্ট ঘাতক হয়ে উঠতে পারেন কিউয়ি সেনার বিরুদ্ধেও।
ভেঙ্কটেশ আইয়ারঃ
ভেঙ্কটেশ আইপিএলের একেবারেই নবতম সংযোজন। এমনকি আইপিএলের প্রথম পর্বেও দলে ছিলেন না কেকেআরের এই তারকা। কিন্তু দ্বিতীয় পর্বে মাঠে নেমেই রীতিমত সাড়া ফেলে দিয়েছেন তিনি। একদিকে যেমন ব্যাট হাতে চারটি হাফ সেঞ্চুরি সহ ১০ ম্যাচে সংগ্রহ করেছেন ৩৭০ রান তেমনি আবার মিডিয়াম পেস বোলিং দিয়েও শিকার করেছেন বেশ কয়েকটি উইকেট। হার্দিক পান্ডিয়ার ফর্ম এবার যথেষ্ট চিন্তায় রেখেছিল ভারতীয় শিবিরকে। তাই ভারত অবশ্যই চাইবে ঘরোয়া সিরিজে হার্দিকের বদলে অন্য কোন জোরে বোলিং অলরাউন্ডারকে তৈরি রাখতে। জানিয়ে রাখি পার্ট টাইম বোলার হিসাবে সামগ্রিক টি টোয়েন্টি কেরিয়ারে এখনও পর্যন্ত ৪৮ ম্যাচে ২৮ টি উইকেট নিয়েছেন ভেঙ্কটেশ যা মোটেই খারাপ নয়।