হয়ে যান সাবধান, এই ৩ টি বিশ্ববিদ্যালয় করা যাবে না PhD, নিষেধাজ্ঞা জারি করল UGC

বাংলা হান্ট ডেস্ক: কলেজ পাশ করার পর কেউ যান ভালো চাকরির খোঁজে আবার কারোর ধ্যান, জ্ঞান হয় উচ্চশিক্ষা অর্জন করা। অর্থাৎ PhD করে প্রফেসর হওয়ার স্বপ্ন থাকে অনেকেরই। আর নামিদামি বিশ্ববিদ্যালয় (Univetsity) থেকে এই ডিগ্রি অর্জনের জন্য নিরন্তর পরিশ্রম করে চলেন সকল পড়ুয়ারাই। তবে এবার PhD করার আগে হয়ে যান সতর্ক। সম্প্রতি ইউজিসি নির্দেশিকা জারি করেছে, আর তাতেই উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য।

৩টি বিশ্ববিদ্যালয় (University) করা যাবে না PhD:

কলেজ, বিশ্ববিদ্যালয়গুলির (Univetsity) সঠিকভাবে কাজ করছে কি না সমস্ত কিছু খতিয়ে দেখে ইউজিসি। আসলে ইউজিসির তরফ থেকে একটি স্থায়ী কমিটি গঠন করা হয়। আর সেই কমিটির মূল কাজ হল বিশ্ববিদ্যালয়গুলির উপরে নজরদারি করা। শিক্ষাপ্রতিষ্ঠান গুলি ইউজিসি-র নিয়ম এবং পরামর্শ লঙ্ঘন করছে কিনা তাও তদারকি করা। আর সম্প্রতি এই নিয়ে কমিটি একটি রিপোর্ট জমা করে। সেই রিপোর্ট খতিয়ে দেখতেই জানা যায়, দেশের ৩ টি বিশ্ববিদ্যালয়ের উপরে PhD নিয়ে নিষেধাজ্ঞা জারি করেছে ইউজিসি।

This 3 University ban for PhD decision of UGC
জানা গিয়েছে আগামী ৫ বছর এই বিশ্ববিদ্যালয়গুলিতে PhD বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। ইউজিসির পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই ৩ বিশ্ববিদ্যালয়ে (Univetsity) অবিলম্বে শিক্ষার্থীদের ভর্তি নেওয়া বন্ধ করতে হবে। এছাড়াও এই ৩ বিশ্ববিদ্যালয়ে এই প্রোগ্রামে ভর্তি না হওয়ার জন্য ইউজিসি পড়ুয়াদেরও সতর্ক করা হয়েছে।

আরও পড়ুনঃ  আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে বিরাট নির্দেশ সুপ্রিম কোর্টের! চাপে মোদী সরকার! জোর শোরগোল

ঠিক কি কারণে এমন সিদ্ধান্ত: এই ৩ বিশ্ববিদ্যালয় (Univetsity)  মূলত ইউজিসির নিয়ম লঙ্ঘন করেছে বলে অভিযোগ উঠছে। PhD-র জন্য নির্ধারিত বিধি এবং ডিগ্রি তুলে দেওয়ার ক্ষেত্রে অ্যাকাডেমিক নিয়মাবলির কোনও মান্যতা দেয়নি এই শিক্ষা প্রতিষ্ঠানগুলি। এরপর সেই বিশ্ববিদ্যালয় গুলিকে নোটিশ পাঠানো হয়। কিন্তু তাতেও কোনওরকম সন্তোষজনক উত্তর না পাওয়ায় ৩ টি বিশ্ববিদ্যালয়কে নিষিদ্ধ ঘোষণা করেছে কমিটি।

আরও পড়ুনঃ দোষী সাব্যস্ত করেছে শিয়ালদা কোর্ট, এবার উচ্চ আদালতের পথে পরিবার? জানালেন সঞ্জয়ের মা

কোন কোন বিশ্ববিদ্যালয়ে নির্দেশিকা জারি করা হয়েছে: জানা গিয়েছে, যে ৩ টি বিশ্ববিদ্যালয়ে (Univetsity) নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সবকটি রাজস্থানের। বিশ্ববিদ্যালয়গুলির নাম হচ্ছে – ওপিজেএস বিশ্ববিদ্যালয়, সানরাইজ বিশ্ববিদ্যালয় এবং সিঙ্ঘানিয়া বিশ্ববিদ্যালয়। ইউজিসির তরফ থেকে জানানো হয়েছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে ২০২৯-৩০ শিক্ষাবর্ষ পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়গুলিতে Phd পড়ুয়া ভর্তি বন্ধ থাকবে। ইতিমধ্যেই এই ৩ বিশ্ববিদ্যালয়ে নোটিশও পাঠানো হয়েছে।

Sunanda Manna
Sunanda Manna

সুনন্দা মান্না, বাংলা হান্টের স্ক্রিপ্ট রাইটার। গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতা করার পর থেকেই সংবাদ মাধ্যমে কাজ শুরু। দেশ থেকে বিদেশ, রাজনীতি, বিনোদন বিভিন্ন তথ্যই আপনাদের কাছে তুলে দেওয়া আমার মূল লক্ষ্য।

সম্পর্কিত খবর