বাংলা হান্ট নিউজ ডেস্কঃ জমে উঠেছে আইপিএল ২০২৩ (IPL 2023)। লিগ পর্যায়ে প্রায় শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছে এবং মোটামুটি আন্দাজ করা যাচ্ছে যে কোন দল গুলি চলতি বছরে প্লে অফের লড়াইয়ে একে অপরের মুখোমুখি হবে। এই আইপিএলে অভিজ্ঞ ক্রিকেটারদের পারফরম্যান্স সবাইকে অবাক করেছে। বেশ কিছু তারকা ক্রিকেটার আছেন যারা আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে দীর্ঘদিন যুক্ত নন, কিন্তু দলের প্রয়োজনে এই আইপিএলে জ্বলে উঠেছেন। এমনই ৪ অভিজ্ঞ এবং বয়স্ক তারকাকে নিয়ে এই প্রতিবেদনে আলোচনা করা হলো।
● ইশান্ত শর্মা: চলতি আইপিএলের প্রথম থেকে খেলছেন না তিনি। কিন্তু যেদিন থেকে দিল্লি ক্যাপিটালস অধিনায়ক ডেভিড ওয়ার্নার ৩৪ বছর বয়সী পেসারকে প্রথম একাদশে সুযোগ দিয়েছেন সেদিন থেকেই নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন ইশান্ত। এখনো অবধি চলতি আইপিএলে দশটি উইকেট নেওয়া হয়ে গিয়েছে তার। বেশ কিছু ম্যাচে তার কৃপণ বোলিং দলকে জয় পেতে সাহায্য করেছে।
● মোহিত শর্মা: দেশের হয়ে একসময় বিশ্বকাপও খেলেছেন ৩৪ বছর বয়সী এই তারকা। কিন্তু গত কয়েক বছর ধরে একেবারেই যেন হারিয়ে গিয়েছিলেন তিনি ক্রিকেটের মূল স্রোত থেকে। গত বছর থেকে গুজরাট টাইটান্সের নেট বোলার হিসেবে যুক্ত রয়েছেন দলের সঙ্গে। এই বছর তাকে খেলোয়াড় হিসেবে সুযোগ দেওয়া হয়েছে এবং তিনি ডেথ ওভারে ম্যাচ জিতানো বোলিং করার পাশাপাশি ১৭ উইকেট নিয়ে পার্পল ক্যাপের লড়াইয়েও সামিল রয়েছেন।
● মহেন্দ্র সিং ধোনি: আইপিএলে তিনি এই বছর বেশি ব্যাট করার সুযোগ পাননি। পায়ে চোট নিয়েই দিনের পর দিন দীর্ঘক্ষণ ধরে উইকেটকিপিং করে চলেছেন। কিন্তু দলের প্রয়োজনে বেশ কয়েকটি ছোটখাটো ক্যামিও খেলেছেন যা পরবর্তীকালে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তার অধিনায়কত্ব নিয়ে অবশ্য আর আলাদা করে কোন মন্তব্য করার প্রয়োজন নেই। ৪১ বছর বয়সেও তার মস্তিষ্ক এবং শরীরের উপর বয়স কোনও প্রভাব ফেলতে পারেনি।
● ফ্যাফ দু প্লেসিস: দীর্ঘদিন ধরে দক্ষিণ আফ্রিকার জাতীয় দলের ব্রাত্য। কিন্তু তাও তার ওপর ভরসা রেখে আরসিবি তাকে অধিনায়কত্বের দায়িত্ব দিয়েছিল। গত বছর ভালোই পারফরম্যান্স করেছিলেন কিন্তু এই বছর যেন মহাজাগতিক পর্যায়ে রয়েছেন এই প্রোটিয়া ক্রিকেটার। ব্যাট হাতে প্রায় প্রতি ম্যাচেই রান করছেন এবং এই মুহূর্তে অরেঞ্জ ক্যাপের দৌড়ে বাকিদের থেকে বেশ কিছুটা এগিয়ে রয়েছেন তিনি। দেখে কেউ বুঝতেই পারবে না যে তার বয়স ৩৮ ছুঁয়েছে।