টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কা মেরেছেন এই ৪ ভারতীয়! চারজনই ভারতীয় অধিনায়ক

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় ক্রিকেট দল অন্যান্য ফরম‍্যাটে যতটা সাফল্য পেয়েছে, টেস্ট ফরম্যাটেও তার চেয়ে খুব কম সাফল্য পায়নি। হ্যাঁ, এখনো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের খেতাব ভারতের ঘরে আসেনি ঠিকই, কিন্তু ভারতীয় দলই হল একমাত্র দল যারা এখনো পর্যন্ত দুবার এই টুর্নামেন্টের ফাইনাল অবধি পৌঁছাতে পেরেছে।

টেস্ট ক্রিকেটের ইতিহাসে ভারতে এমন একাধিক ক্রিকেটার রয়েছেন যারা আগ্রাসী ব্যাটিং করে সাফল্য পেয়েছেন। বৃহত্তম ফরম্যাটেও বোলারদের ডেলিভারিগুলিকে হাওয়ায় উড়িয়ে গ্যালারিতে ফেলতে ভয় পেতেন না এমন একাধিক ক্রিকেটার ভারতে ফেলেছেন। আজকেও আমাদের প্রতিবেদন সেই নিয়েই। দেখে নেওয়া যাক ভারতীয় ক্রিকেটের ইতিহাসের সবচেয়ে বেশি ছয় কারা মেরেছেন ক্রিকেটের বৃহত্তম ফরম্যাটে।

Sachin Tendulkar 2

৪. সচিন টেন্ডুলকার: ভারতীয় ক্রিকেটের প্রসঙ্গ উঠবে এবং শচীন টেন্ডুলকারের নাম সেখানে উল্লেখ হবে না এমনটা সম্ভব নয়। দেশের জার্সিতে ২০০ টি টেস্ট ম্যাচ খেলা কিংবদন্তি ৬৯টি ছক্কা মেরে এই তালিকায় রয়েছেন চতুর্থ স্থানে।

rohit sharma six

৩. রোহিত শর্মা: বর্তমান ভারতীয় দলের টেস্ট অধিনায়ক কিন্তু তিনি টেস্ট ফরম্যাটে খুব একটা সফল নন বলে অনেকে বলে থাকেন। কিন্তু একটা ব্যাপার হয়তো কেউই অস্বীকার করতে পারবেন না যে তিনি এই ফরম্যাটেও আগ্রাসী ব্যাটিং করতেই পছন্দ করেন। তার এই ঘুমটাই হয়তো কখনো কখনো তার কাছে নেতিবাচক হয়ে দাঁড়ায়। বৃহত্তম ফরম্যাটে রোহিত শর্মা এই তালিকায় বাকিদের চেয়ে অর্ধেকের কাছাকাছি ম্যাচ খেলে ৭০ টি ছক্কা মেরে এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন। ভবিষ্যতে এই সংখ্যাটা আরও বাড়তে পারে।

২. মহেন্দ্র সিংহ ধোনি: নিন্দুকরা অনেকেই বলে থাকেন যে অধিনায়ক না হলে তিনি নাকি টেস্ট ফরম্যাটের ৯০ টি ম্যাচ খেলার সুযোগ পেতেন না। তাদের এই দাবি পুরোপুরি সত্যি কিনা সেই নিয়ে তর্ক চলতে পারে। তবে ধোনি এই তালিকায় রয়েছেন দ্বিতীয় স্থানে। সাত বছর ভারতের টেস্ট অধিনায়কত্বের দায়িত্ব পালন করা এই ক্রিকেটার মোট ৭৮ টি ছক্কা মেরেছেন সাদা জার্সিতে।

sehwag

১. বীরেন্দ্র সেওবাগ: সুনীল গাভাস্কারের পরে টেস্ট ফরম্যাটে ভারতের শ্রেষ্ঠ ওপেনারদের মধ্যে একজন। টেস্ট ক্রিকেটে ওপেনিংয়ের সঙ্গেই পাল্টে দিয়েছিলেন নবাব অফ নাজফগড়। বিশ্বের সেই সমস্ত বোলার, যাদের বিরুদ্ধে অনেক খ্যাতনামা ব‍্যাটাররাও ব্যাটিং করতে ভয় পেতেন, তাদেরকে তিনি অবলীলায় গ্যালারিতে ফেলতেন। সাদা জার্সিতে তিনি মোট ৯০টি ছক্কা মেরেছেন ভারতের হয়ে।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর