এই ৪ তারকা অবসরের দোরগোড়ায়! কিন্তু চমক দেখিয়ে বিশ্বকাপের আগে অস্ত্র হতে পারেন ভারতীয় দলের

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আইসিসি (ICC) প্রকাশ করে দিয়েছে আসন্ন ওডিআই বিশ্বকাপের (ODI World Cup 2023) সূচি। আর ১০০ দিনও বাকি নেই এই টুর্নামেন্ট আরম্ভ হওয়ার। মাঝের সময়টুকুতে বেশ কিছু ওডিআই সিরিজ খেলবে ভারতীয় দল। বেশ কিছু গুরুত্বপূর্ণ তারকা ভারতীয় দলের (Indian Cricket Team) বাইরে রয়েছেন চোটের জন্য। তাদের মধ্যে অনেকেই চোট আঘাতের কারণে এই বিশ্বকাপের জন্য নির্দিষ্ট সময়ে ভারতীয় দলে ফিরতে পারবেন না। এমন অবস্থায় বিশ্বকাপের মঞ্চে হয়তো এমন অনেক মুখকে দেখা যাবে যারা এখন ভারতীয় ওডিআই দলের স্থায়ী অংশ নন। এমন পাঁচ জনকে নিয়েই আজকের এই প্রতিবেদন।

bhuvi

ভুবনেশ্বর কুমার: ভারতের মাটিতে বিশ্বকাপ। দলে রয়েছেন হার্দিক পান্ডিয়ার মতো অলরাউন্ডার। তাই আশা করা হচ্ছে বেশিরভাগ সময় দুই ফাস্ট বোলার নিয়েই মাঠে নামবে ভারত। যশপ্রীত বুমরা এখনও সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেননি। বিশ্বকাপের আগে তিনি সুস্থ হয়ে উঠলেও এক বছরেরও বেশি সময় ক্রিকেট না খেলা একজন বোলারকে সরাসরি বিশ্বকাপের স্কোয়াডে সুযোগ দেওয়াটা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না। সে ক্ষেত্রে ভারতের স্কোয়াডে যুক্ত হতে পারে ভুবনেশ্বর কুমারের নাম যার দীর্ঘদিন এই জাতীয় পিচে বোলিং করার অভিজ্ঞতা রয়েছে। শামি বা সিরাজ কোন চোটের কারনে মাঠে নামতে না পারলে তাকে হয়তো প্রথম একাদশ ও দেখা যেতে পারে।

mohit sharma ishant sharma

মোহিত শর্মা: গুজরাট টাইটান্সের জার্সি গায়ে মোহিত প্রমাণ করেছেন তিনি এখনো ফুরিয়ে যাননি। যেভাবে ডেথ ওভারগুলিতে তিনি নিজের ভেরিয়েশন কাজে লাগিয়ে বিপক্ষের ব্যাটারদের সমস্যায় ফেলেছেন তা ভারতীয় দলের সম্পদ হয়ে উঠতে পারে। তবে সরাসরি ভারতীয় দলের প্রত্যাবর্তনের কোন সুযোগ নেই তার সামনে। আচমটাই ভারতীয় দলের কোন নিয়মিত পেসার যদি বড় রকমের চোটের কবলে পড়েন তাহলে হয়তো তার নামটি বিবেচনা করে দেখা যেতে পারে।

ashwin ravi

রবিচন্দ্রন অশ্বিন: ভারতীয় দলে এই মুহূর্তে জেনুইন ডান হাতি অফস্পিনারের অভাব রয়েছে। অক্ষর প্যাটেল এবং রবীন্দ্র জাদেজা দুজনেই বাঁ-হাতি স্পিনার। চাহাল ও কুলদীপ দলের লেগ স্পিনারের অভাব মেটাতে পারবেন, কিন্তু ভারতের মাটিতে আয়োজিত বিশ্বকাপে যদি অশ্বিনকে একবার সীমিত ওভারের ফরম্যাটে ফেরানোর কথা ভাবে রোহিত শর্মা, তাহলে সেই সিদ্ধান্তের খুব বেশি সমালোচনা হয়তো কেউই করতে পারবেন না। সঙ্গে ভারতীয় বোলিংয়ের অস্ত্র ভান্ডারেও বৈচিত্র‍্য বাড়বে।

shikhar dhawan sa

শিখর ধাওয়ান: তাকে দল থেকে বাদ দিয়ে রোহিত শর্মা তরুণ ক্রিকেটারদের নিজের ওপেনিং জুটি হিসেবে বেছে নিয়েছেন। কিন্তু আশ্চর্যের বিষয় যে গত ৪-৫ বছরে শিখর ধাওয়ানের ওডিআই পরিসংখ্যান রোহিত শর্মার চেয়ে অনেকটাই বেশি উন্নত। এখানে উল্লেখযোগ্য ব্যাপার হলো যে রোহিত শর্মা খুব একটা বেশি অ্যাওয়ে ম্যাচ না খেলেও শেষ তিন বছরে তার ওডিআই গড় ৪২। আর সেই জায়গায় শিখর ধাওয়ান বেশ কয়েকটি বিদেশ সফরের পরেও নিজের গড় ৪৭ ধরে রেখেছেন। তিনি দলে ফিরলে ভারতের মাটিতে অভিজ্ঞতার পাশাপাশি। তিনি দলে ফিরলে ডানহাতি বাঁ হাতি ওপেনিং কম্বিনেশনও তৈরি হবে।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর