নতুন বল হাতে ভয়ংকর! IPL-এর ইতিহাসে প্রথম ওভারে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন এই ৪ তারকা

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ জমে উঠেছে চলতি আইপিএল। প্রায় প্রতিদিনই উত্তেজক ম্যাচ উপহার পাচ্ছে ক্রিকেট প্রেমীরা। সেই সঙ্গে চলতি টুর্নামেন্টে কিছু নির্দিষ্ট স্টেডিয়ামে বোলারদের দুর্দান্ত দক্ষতাও ম্যাচ জেতাচ্ছে দলগুলিকে। আমাদের আজকের এই প্রতিবেদনে তাই আলোচনা করা হবে বোলারদের একটি বিশেষ পরিসংখ্যান সম্পর্কে।

শুধুমাত্র আইপিএল বলে নয় যে কোন ধরনের ক্রিকেটে প্রথম ওভারে যদি বিপক্ষের উইকেট তুলে নেওয়া যায় তাহলে বিপক্ষ অনেকটাই চাপে পড়ে যায় এবং আপনার দল ম্যাচে অনেকটা এগিয়ে যায়। আমাদের আজকের এই প্রতিবেদন তাই সেই ৪ বোলারদের বিষয়ে আলোচনা করা হবে, যারা আইপিএলের প্রথম ওভারে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন।

sandeep

সন্দীপ শর্মা: দীর্ঘদিন পাঞ্জাব কিংসের হয়ে নতুন বল হাতে বিপক্ষকে বেকায়দায় ফেলেছেন তিনি। এরপর সানরাইজার্স হায়দরাবাদ এবং বর্তমানে রাজস্থান রয়্যালস দলের হয়ে এই একই কাজটি করার পাশাপাশি ডেথ ওভারের বোলিংয়েও তার অনেকটাই উন্নতি হয়েছে। আইপিএলে প্রথম ওভারে তিনি মোট ১৩ টি উইকেট পেয়েছেন।

praveen kumar

প্রবীণ কুমার: বহুদিন হয়ে গেল তিনি ক্রিকেট থেকে অবসর নিয়ে নিয়েছেন। তারপরেও আইপিএলের বিশেষ তালিকায় রয়েছে এই অভিজ্ঞ উত্তরপ্রদেশ পেসারের নাম। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, গুজরাট লায়ন্সের মতো দলের হয়ে খেলে তিনি প্রথম ওভারে নিয়েছেন মোট ১৫ টি উইকেট।

bolt

ট্রেন্ট বোল্ট: প্রথমে মুম্বাই ইন্ডিয়ান্স এবং বর্তমানে রাজস্থান রয়্যালসের হয়ে যে কাজটা বোল্ট দুর্দান্তভাবে করে চলেছেন, সেটি হলো নতুন বল হাতে উইকেট তোলা। বাকি দুজনের চেয়ে অনেক কম আইপিএল ম্যাচ খেলে তিনি প্রথম ওভারে ২১ টি উইকেট তুলে ফেলেছেন।

bhuvneshwar

ভুবনেশ্বর কুমার: আইপিএলের ইতিহাসে সবচেয়ে সফল ও অভিজ্ঞ বোলারদের মধ্যে একজন। প্রাথমিকভাবে পুনে ওয়ারিয়ার্স ইন্ডিয়া এবং পরবর্তীতে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে এই কাজটি দীর্ঘদিন ধরে করে যাচ্ছেন তিনি। প্রথম ওভারে মোট ২৩ টি উইকেট নিয়েছেন তিনি।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর