বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় ক্রিকেট দলের অনেকেই ক্রিকেট ছাড়াও আরো অনেক ব্যাপারে পারদর্শী। কেউ কেউ উচ্চশিক্ষিত, কেউ ইন্ডোর গেমসে দক্ষ, আবার কেউ নিজের ক্রিকেট কেরিয়ারের পাশাপাশি নিজের ব্যবসাতেও যথেষ্ট সফল। তবে এই প্রতিবেদনে আমরা এমন চার ক্রিকেটের সম্পর্কে কথা বলবো, যারা ক্রিকেট খেলার পাশাপাশি ফুটবলেও যথেষ্ট দক্ষ। বল পায়ে মাঠে নামলে তারাও যেন জাদুকর বনে যান।
৪. লোকেশ রাহুল: বর্তমান ভারতীয় দলে যে কয়েকজন ক্রিকেটার একটুও ফুটবল খেলতে পারেন তাদের মধ্যে লোকেশ রাহুল সবচেয়ে এগিয়ে। বিভিন্ন প্রদর্শনী ম্যাচে নিজের পায়ের জাদু প্রদর্শনের চেষ্টা করেছেন তিনি।
৩. ঋদ্ধিমান সাহা: ভারতীয় দলের সবচেয়ে সফল অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি একবার একটি সাক্ষাৎকার পর্বে বলেছিলেন যে ভারতীয় দল যখন কোন একটি ম্যাচ খেলার আগে ওয়ার্ম আপ করার জন্য ফুটবল খেলে, তখন তাদের মধ্যে তার সবচেয়ে বেশি নজর যিনি কেড়েছেন তিনি হলেন ঋদ্ধিমান সাহা। বাঙালি হওয়ায় স্বাভাবিকভাবেই ফুটবলের প্রতি আগ্রহ রয়েছে এই উইকেট রক্ষকের। তবে তার চাপা স্বভাবের কারণে অনেকেই সেই ব্যাপারটা জানেন না।
২. মহেন্দ্র সিংহ ধোনি: ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ককে একবার বর্তমান ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা একটি সাক্ষাৎকারে ভারতীয় ক্রিকেট দলের জলাটান ইব্রাহিমোভিচ বলেছিলেন। অন্য অনেকের চেয়ে ফুটবল খেলায় অনেক দক্ষ মাহি। বলিউড সেলিব্রিটিদের বিরুদ্ধে ভারতীয় ক্রিকেট দলের একটি প্রদর্শনী মূলক ফুটবল ম্যাচে তিনি ফ্রি কিক থেকেও গোল করেছিলেন।
১. সৌরভ গঙ্গোপাধ্যায়: সৌরভ গঙ্গোপাধ্যায়ের ছোটবেলায় সবকিছু পরিকল্পনামাফিক চললে হয়তো তিনি একজন ফুটবল প্লেয়ারই হতেন। তিনিও অনেক প্রদর্শনী ম্যাচে ফুটবল খেলেছেন। বল পায় তার নড়াচড়া দেখলেই বোঝা যায় যে প্রাক্তন ভারতীয় অধিনায়ক এবং প্রাক্তন বিসিসিআই সভাপতির ফুটবলবোধ প্রখর।