দারিদ্রতা তাদের স্বপ্নকে রুখতে পারেনি! অত্যন্ত গরিব ছিলেন, আজ কোটি কোটি টাকা কামান এই ৬ ক্রিকেটার

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতীয় ক্রিকেট দলে (Team India) খেলেছেন নানান রকমের পরিবার থেকে উঠে আসা ক্রিকেটাররা। সৌরভ গাঙ্গুলি, যুবরাজ সিং, গৌতম গম্ভীরের মতো তারকা খেলোয়াড়রাও নীল জার্সি গায়ে মাঠে দাপিয়েছেন যারা সম্ভ্রান্ত পরিবারে জন্মেছিলেন। আবার এমন কিছু ক্রিকেটারও জাতীয় দলে খেলেছেন যাদের উঠে আসার পথটা খুব একটা সহজ ছিল না। অনেক সংগ্রামের পর জাতীয় দলে সুযোগ পেয়ে নিজেদের জাত চিনিয়েছেন। এমন কিছু ক্রিকেটারদের কথাই আজকের প্রতিবেদনে তুলে ধরা হল।

bumrah odi

১. যশপ্রীত বুমরা: ভারতীয় ক্রিকেট দলের তারকা ফাস্ট বোলার যশপ্রীত বুমরা আজ ক্রিকেট বিশ্বে সুপরিচিত ক্রিকেটার। কিন্তু খুব কম মানুষই জানেন যে একটা সময় ছিল যখন তার কাছে খেলার জন্য নিজের বিশেষ জুতো এবং টি-শার্ট কেনার টাকাও ছিল না। কঠিন সংগ্রামের মধ্যে সেসব দিন পার করে আজ বুমরা একজন বড় তারকা এবং তার উপার্জনও বিশাল। যদিও বর্তমানে তিনি সমালোচিত হন নিজের চোটপ্রবণতার কারণে।

Mohammed Siraj,Krunal Pandya,Hardik Pandya,M.S Dhoni,Jasprit Bumrah,Ravindra Jadeja,Team India,Poor Cricketers,Bangla,Bengali,Bengali News,Bangla Khobor,Bengali Khobor

২. মহম্মদ সিরাজ: ভারতীয় ওডিআই দলের ফাস্ট বোলিং ডিপার্টমেন্টের ভরসা হয়ে ওঠা মহম্মদ সিরাজের গল্পও বেশ অনুপ্রেরণা মূলক। তার বাবা অটো-রিকশা চালাতেন এবং ছেলেকে ক্রিকেটার বানানোর জন্য সব কিছু বাজি রেখেছিলেন। শেষ পর্যন্ত, তার ভাগ্যও তার পরিশ্রমের কারণে মুখ তুলে চেয়েছে এবং সিরাজ এখন ভারতীয় টেস্ট ও ওডিআই দলের গুরুত্বপূর্ণ অংশ।

Mohammed Siraj,Krunal Pandya,Hardik Pandya,M.S Dhoni,Jasprit Bumrah,Ravindra Jadeja,Team India,Poor Cricketers,Bangla,Bengali,Bengali News,Bangla Khobor,Bengali Khobor

৩. পান্ডিয়া ব্রাদার্স: হার্দিক ও ক্রুনাল পান্ডিয়া বর্তমানে ভারতীয় ক্রিকেটের অতি পরিচিত নাম। যদিও দুজনের মধ্যে হার্দিকই ক্রিকেটের জগতে বেশি সফল। এই দুই ভাইকে বিশ্বের সেরা অলরাউন্ডারদের মধ্যে গণ্য করা হয়। কিন্তু কোটি টাকা রোজগার করা এই দুই খেলোয়াড়ের পরিবার এক সময় খুবই দরিদ্র ছিল। অনেক সংগ্রাম করে এই জায়গায় পৌঁছেছেন তারা।

ravindra jadeja

৪. রবীন্দ্র জাদেজা: বিশ্বের সেরা অলরাউন্ডারদের মধ্যে অন্যতম রবীন্দ্র জাদেজা বর্তমানে হয়তো খুবই রাজকীয়ভাবে জীবনযাপন করেন। এখন তার কোটি টাকার বাংলো আছে এবং তার শখও অনেক বড় বড়। তবে খুব কম লোকই জানেন যে জাদেজার বাবা একজন গার্ড হিসাবে কাজ করতেন এবং তার মা ছিলেন একজন নার্স। জাদেজার সাফল্য পাওয়ার রাস্তাটা একেবারেই সহজ ছিল না। কিন্তু এখন এই খেলোয়াড় তার সাফল্যের রঙে তার জীবনকে পুরোপুরি রাঙিয়েছেন।

Mohammed Siraj,Krunal Pandya,Hardik Pandya,M.S Dhoni,Jasprit Bumrah,Ravindra Jadeja,Team India,Poor Cricketers,Bangla,Bengali,Bengali News,Bangla Khobor,Bengali Khobor

৫. মহেন্দ্র সিং ধোনি: ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি বিশ্বের অন্যতম ধনী এবং সফল ক্রিকেটার। আজ ধোনির আয় কোটি কোটি টাকা। কিন্তু ধোনিও একসময় খুবই সাধারণ পরিবারের সদস্য ছিলেন। আজ লক্ষ কোটি টাকার গাড়ি এবং অনেক বিলাসবহুল বাড়ির মালিক মহেন্দ্র সিং ধোনির শৈশব খুব সাধারণ ছিল। দলে ঢোকার আগে ধোনি আর্থিক সমস্যার কারণে রেলওয়েতে টিকিট কালেক্টরের চাকরিও করেছিলেন।