ভারতীয় দলের এই ৭ তারকা ক্রিকেটার ভিন্ন ধর্মের মেয়েকে বানিয়েছেন জীবনসঙ্গীনি

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতে ক্রিকেটের জনপ্রিয়তা কতটা তা আলাদা করে বোঝানোর প্রয়োজন নেই। ক্রিকেটকে যেন এই দেশের ধর্মের মতো মনে করা হয়। এমন অনেক উদাহরণ খুঁজলে পাওয়া যাবে যেখানে ক্রিকেট ধর্মেরও উর্ধ্বে উঠে গিয়েছে। ভারতীয় দলে এমন অনেক ক্রিকেটার খেলেছেন, যারা জীবনসঙ্গী নির্বাচনের ব্যাপারে ধর্মের ঊর্ধ্বে উঠে গিয়েছেন। একাধিক এমন বিখ্যাত ক্রিকেটার রয়েছেন আমাদের দেশে যারা অন্য ধর্মের মানুষকে জীবনসঙ্গিনী হিসাবে ভেবে নিতে ২ বার ভাবেননি। চলুন জেনে নেওয়া যাক অন্য ধর্মে বিয়ে করেছেন এমন ৭ জন ক্রিকেটার সম্পর্কে।

জাহির খান ও সাগরিকা ঘাটগে:

   

zaheer 1

সাগরিকা ঘাটগে নামটির সাথে অপরিচিত নন সিনে প্রেমীরা। ভারতের প্রাক্তন ফাস্ট বোলার জাহির খান ধর্মকে অতিক্রম করে এই হিন্দু অভিনেত্রীকে নিজের করে নিয়েছেন। ২০১৭ সালে বলিউড অভিনেত্রী সাগরিকা ঘাটগের সাথে বিবাহ করেন জাহির খান। বলিউডের সবচেয়ে হিট ছবিগুলির মধ্যে অন্যতম একটি ‘চক দে ইন্ডিয়া’তে শাহরুখ খানের সাথেও কাজ করেছেন সাগরিকা ঘাটগে।

 

যুবরাজ সিং ও হ্যাজেল কিচ:

yuvraj hazel

ভারতীয় ক্রিকেটের সাফল্যের গল্প লিখতে গেলে যুবরাজ সিং নামটিকে বাদ দেওয়া অসম্ভব। যুবরাজ সিং ভারতকে ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। যুবরাজ সিং ধর্মের ঊর্ধ্বে উঠে শিখ ধর্মাবলম্বী হওয়ার পরেও খ্রিস্টান মেয়ে এবং অভিনেত্রী হ্যাজেল কিচকে বিয়ে করেছেন।

 

মহম্মদ কাইফ ও পূজা যাদব:

kaif

২০০২ সালের ন্যাটওয়েস্ট ট্রফির হিরো মহম্মদ কাইফ। যে জয় বদলে দিয়েছিল ভারতীয় ক্রিকেটের পথ। মহম্মদ কাইফের কেরিয়ারে যদিও তারপর বেশিদিন স্থায়ী হয়নি। পরবর্তীকালে এক হিন্দু মেয়ের প্রেমে পড়েন তিনি। ২০১১ সালে পূজা যাদব নামের এই নারীকে ভালোবেসে বিয়ে করেন মহম্মদ কাইফ।

 

মনসুর আলী খান পতৌদি এবং শর্মিলা ঠাকুর:

pataudi

ভারতীয় ক্রিকেটের সঙ্গে সম্পর্কিত সবচেয়ে আলোচিত জুটির একটি এই জুটি। প্রাক্তন অভিজ্ঞ অধিনায়ক মনসুর আলি খান পতৌদি এবং বলিউড অভিনেত্রী শর্মিলা ঠাকুরের জুটি খুব বিশেষ ছিল। মনসুর আলী ধর্মের বাধা ভেঙে হিন্দু-বাঙালি মেয়ে শর্মিলা ঠাকুরকে জীবনসঙ্গী করেন যা নিয়ে তখনকার দিনে যথেষ্ট আলোচনা হয়েছিল।

দীনেশ কার্তিক ও দীপিকা পাল্লিকাল:

dinesh

ভারতীয় ক্রিকেট দলের উইকেট-রক্ষক ব্যাটসম্যান দিনেশ কার্তিক প্রথম বিয়ের পর বিচ্ছেদের সম্মুখীন হয়েছিলেন। তবে তা এই মুহূর্তে আলোচ্য বিষয় নয়। তার প্রথম স্ত্রী নিকিতার সাথে বিবাহ বিচ্ছেদের পর, দীনেশ কার্তিক স্কোয়াশ খেলোয়াড় দীপিকা পাল্লিকলের প্রেমে পড়েন, যিনি খ্রিস্টান ধর্মাবলম্বী ছিলেন। দীনেশ কার্তিক এবং দীপিকা পাল্লিকাল ২০১৫ সালে বিয়ে করেন।

 

মহম্মদ আজহারউদ্দিন ও সঙ্গীতা বিজলানি:

azhar

ভারতের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনের প্রথমে নওরিন বেগমের সাথে বিয়ে করেছিলেন। কিন্তু ১৯৯৬ সালে নওরিনের সাথে তার বিবাহ বিচ্ছেদ ঘটে। এরপর বলিউড অভিনেত্রী সঙ্গীতা বিজলানিকে বিয়ে করেন আজহারউদ্দিন। সঙ্গীতা বিজলানির সঙ্গে আজহারের সম্পর্ক হয়তো ভারতীয় ক্রিকেট সম্পর্কিত জুটিদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনার খোরাক জুগিয়েছিল। আজহারউদ্দিন ধর্মের দিকে না তাকিয়ে এই বিয়ে করলেও সঙ্গীতার সাথেও আজহারের সম্পর্ক বেশিদিন টেকেনি।

 

অজিত আগরকার ও ফাতিমা:

agarkar

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ফাস্ট বোলার অজিত আগারকার একটি মারাঠি পরিবারের সন্তান। কিন্তু তিনি প্রেমে পড়েছিলেন এক মুসলিম মেয়ের যে ছিল তার বন্ধুর বোন। ২০০৭ সালে তখনও জাতীয় দলের অংশ থাকা অজিত আগরকার তার বন্ধুর বোন ফাতিমাকে বিয়ে করেছিলেন।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর