বাংলাহান্ট ডেস্ক: ভারতে হোক বা অন্য যেকোনো দেশে, দর্শকদের জন্য প্রেক্ষাগৃহে সিনেমা মুক্তির আগে পাশ করতে হয় সেন্সর বোর্ডের পরীক্ষা। বোর্ডের তরফে সার্টিফিকেট পেলে তবেই সিনেমা রিলিজ করা সম্ভব হয়। এক্ষেত্রে ছবির বিষয়বস্তু দেখে বিভিন্ন রেটিং দেয় সেন্সর বোর্ড। ‘A রেটেড’ ছবির (A Rated Movie) কথা তো নিশ্চয়ই শুনে থাকবেন, দেখেওছেন অনেকে। তবে ভারতে সবথেকে বেশি ব্যবসা করা ‘A রেটেড’ ছবি কোনটা জানেন?
‘A রেটেড’ ছবির অর্থ হল অ্যাডাল্ট রেটেড ছবি, অর্থাৎ যা শুধুমাত্র ১৮ বছরের ঊর্দ্ধের দর্শকদের জন্য। সাধারণত কোনো ছবিতে হিংস্রতা, রক্তপাত, অশ্লীল সংলাপের মাত্রা বেশি থাকলে তা ‘A রেটেড’ সার্টিফিকেট পায়। এই ধরণের ছবির ক্ষেত্রে দর্শকদের সংখ্যাও কম থাকে। তবে বলিউডে এমন কিছু কিছু ‘A রেটেড’ ছবি রয়েছে যা ব্যবসার দিক দিয়ে অন্য সব ছবিকে টেক্কা দিয়ে গিয়েছে।
বলিউডের কিছু জনপ্রিয় ‘A রেটেড’ ছবির তালিকায় রয়েছে ‘মার্ডার ২, ‘গ্র্যান্ড মস্তি’, ‘দ্য কাশ্মীর ফাইলস’, ‘দ্য কেরালা স্টোরি’র মতো ছবি। তবে এর মধ্যে কোনোটাই কিন্তু সবথেকে বেশি ব্যবসা করা ছবির তকমা পায়নি। শেষের দুটি ছবি ব্লকবাস্টার হলেও সেরার উপাধি পেতে পারেনি। এই তকমা পেয়েছে শাহিদ কাপুর এবং কিয়ারা আডবানী অভিনীত ‘কবীর সিং’।
২০১৯ এ মুক্তিপ্রাপ্ত কবীর সিং ছবিটি পরিচালনা করেছিলেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা। তেলুগু ছবি ‘অর্জুন রেড্ডি’র হিন্দি রিমেক ছিল কবীর সিং। ছবিটি ৩০০ কোটির মাইলফলক পেরিয়ে গিয়েছিল। সারা বিশ্বে ৩৭৯ কোটি টাকার ব্যবসা করেছিল কবীর সিং। আর ভারতে ২৭৮ কোটি টাকা তুলেছিল এই ছবি।
ছবিটি দর্শকদের একাংশের বিস্তর সমালোচনা পেলেও অনেকেরই বেশ ভাল লেগেছিল। বিশেষ শাহিদের অভিনয় এবং কিয়ারার সঙ্গে তাঁর জুটি পছন্দ হয়েছিল সিনেপ্রেমীদের। শাহিদের কেরিয়ারে এটাই ছিল প্রথম ছবি যা ৩০০ কোটির ক্লাবে ঢুকতে পেরেছিল।
ব্যবসার ক্ষেত্রে কবীর সিংয়ের পরেই রয়েছে দ্য কাশ্মীর ফাইলস। ২৫২ কোটি টাকার ব্যবসা করেছিল এই বিতর্কিত ছবিটি। তৃতীয় স্থানে রয়েছে আরো এক বহুল চর্চিত তথা বিতর্কিত ছবি ‘দ্য কেরালা স্টোরি’। এই ছবির বক্স অফিস সংগ্রহ ২৪২ কোটি। চার এবং পাঁচ নম্বর স্থানে রয়েছে যথাক্রমে ‘গ্র্যান্ড মস্তি’ এবং ‘ভীরে দি ওয়েডিং’।