স্বামী থেকে সোজা ছেলে! নতুন সিরিয়ালে কাণ্ড দেখে ট্রোলের বন্যা নেটপাড়ায়

বাংলাহান্ট ডেস্ক : অভিনয় জগৎ বড়ই অদ্ভূত। বাস্তব জগৎ যেমনি হোক না কেন, পর্দায় বদলে যায় সব সম্পর্ক। চিত্রনাট্যের (Serial) প্রয়োজনে অভিনেতা অভিনেত্রীদের ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করতে হয়। বাস্তবে স্বামী স্ত্রী পর্দায় হয়ে ওঠেন ভাই বোন, এমনকি একটি সিরিয়ালে মা ছেলের চরিত্রে অভিনয় করলে অপর সিরিয়ালে (Serial) তাঁরাই হয়ে ওঠেন অনস্ক্রিন দেওর বৌদি। এমন উদাহরণ আকছার দেখা যায় বিভিন্ন ধারাবাহিকে (Serial)।

নতুন সিরিয়াল (Serial) নিয়ে শুরু বিতর্ক

এবার এমনি আরেকটি সিরিয়াল (Serial) সামনে এসেছে যেখানে মা ছেলের চরিত্রে যাঁরা অভিনয় করছেন, বছর কয়েক আগে তাঁদেরই দেখা গিয়েছিল স্বামী স্ত্রীর ভূমিকায়! সদ্য স্টার জলসায় শুরু হয়েছে ‘চিরসখা’। সেখানেই দেখা গিয়েছে এমন কাণ্ড। নায়িকা কমলিনীর চরিত্রে অভিনয় করছেন অপরাজিতা ঘোষ দাস। তাঁর এক ছেলের চরিত্রে দেখা যাচ্ছে অভিনেতা রাজা গোস্বামীকে।

This actor actress became mother and son onscreen from being hero heroine in this serial

বদলে গেল সম্পর্ক: অথচ এই অপরাজিতা-রাজা জুটিকে নয় বছর আগে একই চ্যানেলের ‘কোজাগরী’ সিরিয়ালে (Serial) স্বামী স্ত্রীর ভূমিকায় পেয়েছিল দর্শক। ওই সিরিয়ালেরও চিত্রনাট্য লিখেছিলেন লীনা গঙ্গোপাধ্যায়। খুবই জনপ্রিয় হয়েছিল ধারাবাহিকটি (Serial)। এক দশকেরও কম সময়ে এমন পরিবর্তন। স্বামী স্ত্রী থেকে সোজা মা ছেলে! স্বাভাবিক ভাবেই চমকেছেন দর্শকরা। অনেক জায়গায় চলছে সমালোচনা।

আরো পড়ুন : লুক সেটের পরেও সরে দাঁড়ান, দীর্ঘ জল্পনা শেষে একই চ্যানেলের নতুন মেগায় ফিরছেন নায়ক

কী উত্তর দিলেন অভিনেতা: এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন রাজা। হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে সাক্ষাৎকারে অভিনেতা বলেন, তিনি জানতেন এই প্রসঙ্গটা উঠবে। তাঁর কথায়, “আমরা তো অভিনেতা। কোনো গল্পে আমি একজনের প্রিয় বন্ধু, অন্য গল্পে হয়তো সে আমাকে খুন করছে। এটাই তো চরিত্র হয়ে ওঠা”। রাজা বলেন, কোজাগরীতে তাঁরা নায়ক নায়িকা ছিলেন। ওটা খুবই সফল প্রোজেক্ট ছিল। চরিত্রগুলির প্রতি সুবিচার করেছিলেন তাঁরা। এই সিরিয়ালেও (Serial) চরিত্রগুলির প্রতি সুবিচার করতে পারবেন তাঁরা, এমনটাই বিশ্বাস অভিনেতার।

আরো পড়ুন : বেঙ্গল টপার সিরিয়ালে অভিনয়, রাতারাতি খ্যাতির শীর্ষে, ফের নতুন প্রোজেক্ট নিয়ে ফিরছে এই খুদে শিল্পী

তিনি এবং অপরাজিতা প্রায় সমবয়সী। তাঁকে মা বলে ডাকতে হচ্ছে। এ নিয়ে অবশ্য তাঁদের মধ্যে কোনো অস্বস্তি নেই বলেই জানান রাজা। আসলে তিনি যখন চরিত্রটা করেন তখন নিজের সত্ত্বাকে সরিয়ে রাখেন। পর্দায় কাউকে চড় মারা মানে তো তিনি নিজে মারছেন না। তাঁর চরিত্রটা মারছে। তবে অভিনেতা জানান, সোশ্যাল মিডিয়ায় মজার কমেনটগুলি তিনি এবং অপরাজিতা দুজনেই বেশ উপভোগ করেন। এতে এও বোঝা যায় যে দর্শকরা তাঁদের শো দেখছেন।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর