উচ্চতায় এত খাটো, রানি মুখার্জিকে ‘দেড় ফুটিয়া’ বলে রাগাতেন এই অভিনেতা! পালটা কী নাম দেন অভিনেত্রী?

বাংলাহান্ট ডেস্ক : বলিউডে যতজন বাঙালি নিজেদের পাকাপাকি ছাপ রাখতে সক্ষম হয়েছেন তাঁদের মধ্যে অন্যতম রানি মুখার্জি (Rani Mukerji)। তারকা সন্তান হলেও রানি প্রথম ছবি থেকেই নিজের দক্ষতা দেখিয়ে এসেছেন। ‘কুছ কুছ হোতা হ্যায়’ এর মতো কমার্শিয়াল হিট থেকে ‘ব্ল্যাক’ এর মতো ছবিতেও তাঁর অভিনয় পারদর্শিতা ফুটে উঠেছিল। সুদীর্ঘ অভিনয় কেরিয়ারে বিভিন্ন ধরণের চরিত্রে অভিনয় করেছেন রানি (Rani Mukerji)। পাশাপাশি তাঁর মিষ্টি, নম্র স্বভাবও ইন্ডাস্ট্রির সকলের মনে জায়গা করে নিয়েছিল।

রানিকে (Rani Mukerji) বিশেষ নাম দিয়েছিলেন এই অভিনেতা

শান্ত, নরম স্বভাবের জন্য প্রত্যেক সহ অভিনেতার সঙ্গেই খুব ভালো বন্ডিং হয়ে যেত রানির (Rani Mukerji)। অনস্ক্রিনের পাশাপাশি অফস্ক্রিনেও তাঁর সব নায়কের সঙ্গেই খুব ভালো রসায়ন। তবে জানেন কি, একজন অভিনেতা রানিকে এক অদ্ভূত নাম দিয়েছিলেন। অভিনেত্রীর উচ্চতা কম হওয়ার কারণে তাঁকে উত্যক্ত করার কোনো সুযোগ ছাড়তেন না তিনি।

This actor called rani mukerji by this name

দুজনের মধ্যে ছিল দারুণ বন্ধুত্ব: সেই অভিনেতা হলেন ববি দেওল। রানির (Rani Mukerji) সঙ্গে মাত্র দুটি ছবিতেই কাজ করেছিলেন তিনি, বাদল এবং বিচ্ছু। তবে রানির উচ্চতা কম হওয়ার কারণে বারংবার তাঁকে ওই বিশেষ নামে ডেকে উত্যক্ত করতেন। ববি নিজেই জানিয়েছিলেন, রানিকে (Rani Mukerji) তিনি নাম দিয়েছিলেন ‘দেড় ফুটিয়া’। সঞ্জয় দত্তের একটি ছবির চরিত্রের নামানুসারে এই নামটি দিয়েছিলেন তিনি। তবে সবটাই অবশ্য মজার ছলে।

আরো পড়ুন : টলিউডের ‘ফ্লপ’ নায়ক, চলে না সিনেমা, ৯ বছর পর আবার টেলিভিশনে ফিরছেন যশ

পালটা রানিও দিয়েছিলেন এক ডাক নাম: রানিও (Rani Mukerji) অবশ্য একটি বিশেষ নাম দিয়েছিলেন ববিকে। সেকথা তিনি ফাঁস করেছিলেন কফি উইথ করণ শো তে। কী নাম দিয়েছিলেন তিনি অভিনেতাকে? রানি জানিয়েছিলেন, তিনি ববিকে ডাকতেন ‘বব দা’ বলে। ববি জানিয়েছিলেন, বিচ্ছু ছবির শুটিং এর সময়ে রানির সঙ্গে খুব ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল তাঁর। সেই রসায়নের ছাপ পড়েছিল পর্দাতেও।

আরো পড়ুন : মুখ ফসকে ফাঁস পরিবারের গোপন কথা! তড়িঘড়ি ডিলিট কেবিসি প্রোমো, কী এমন বলেছিলেন অভিষেক?

ববি আরো জানিয়েছিলেন, সে সময়ে সেটে বাড়ি থেকে খাবার নিয়ে আসতেন রানি। প্রায়ই মায়ের হাতের রান্না করা মাছ নিয়ে আসতেন তিনি। ববিও ওই খাবার খেতে খুব ভালোবাসতেন। বর্তমানে দুজনেই বলিউডে কাজের পরিমাণ অনেকটা কমিয়ে দিয়েছেন।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর