প্রোমোতেই বাজিমাত, সফর শুরু নতুন মেগার, এক বছরের বিরতি শেষে কামব্যাক জনপ্রিয় নায়কের

বাংলাহান্ট ডেস্ক : এক এক করে নতুন সিরিয়াল (Serial) শুরু হচ্ছে বিভিন্ন চ্যানেলে। নতুন গল্প, নতুন মুখ। কোথাও আবার জনপ্রিয় নায়ক নায়িকারা কামব্যাক করছেন লম্বা বিরতির পর। নতুন গল্পে, নতুন চরিত্রে তাঁদের পেয়ে খুশি দর্শকরাও। চলতি সপ্তাহে সোমবার থেকেই পথচলা শুরু করল আরো একটি নতুন সিরিয়াল (Serial)। প্রোমোতেই বেশ আগ্রহ জাগিয়েছিল ধারাবাহিকটি। সেই সঙ্গে এক বছরের বিরতির পর নায়ক ফেরায় আরো উৎসাহ ডবল দর্শকদের।

পথচলা শুরু করল নতুন সিরিয়াল (Serial)

এই সোমবার থেকে সান বাংলা চ্যানেলে শুরু হল ‘শোলক সারি’। এই ধারাবাহিকের (Serial) হাত ধরেই সিরিয়ালে কামব্যাক করলেন অভিনেতা ইন্দ্রনীল চট্টোপাধ্যায়। নায়ক সার্থকের ভূমিকায় দেখা যাচ্ছে তাঁকে। তাঁর বিপরীতে দুই নায়িকাই নবাগতা। সুকন্যা চক্রবর্তী (মুখ্য নায়িকা) এবং সুস্মিতা অধিকারীর প্রশংসা করে ইন্দ্রনীল জানান, দুজনেই চেষ্টার কোনো ত্রুটি রাখছেন না। প্রয়োজনে পরামর্শ নিচ্ছেন। একসঙ্গে শুট, কাজের ফাঁকে আড্ডাও ভালোই জমছে।

This actor came back with new serial

এতদিনের বিরতি কেন: এর আগে ‘নায়িকা নম্বর ওয়ান’ সিরিয়ালে (Serial) দেখা গিয়েছিল ইন্দ্রনীলকে। সে সিরিয়াল শেষ হয়েছে অনেকদিন। তারপর টানা এক বছরের বিরতি। অন্য অভিনেতারা যেখানে একটি সিরিয়াল (Serial) শেষ হতে না হতেই আরেকটিতে যোগ দেন, সেখানে ইন্দ্রনীল এত দেরি করলেন কেন?

আরো পড়ুন : প্রাক্তন নায়কের সঙ্গেই চুটিয়ে প্রেম, বিয়ের প্ল্যানিং নিয়ে অকপট ‘মিঠাই’ নায়িকা

এক বছরে কী করলেন অভিনেতা: সাক্ষাৎকারে অভিনেতা জানান, একটানা ৬-৭ বছর ধরে কাজ করছেন তিনি। ছোটপর্দায় (Serial) একটি চরিত্রে দীর্ঘদিন ধরে অভিনয় করতে হয়। তাই তাঁর নিজের একটু বিরতির প্রয়োজন হয়ে পড়েছিল। এই এক বছর নিজের উপরে ইনভেস্ট করেছেন অভিনেতা। জিমে সময় দিয়ে নতুন লুকে ফিরেছেন, যা দর্শকরা বেশ পছন্দ করছেন বলেও জানান ইন্দ্রনীল।

আরো পড়ুন : হাড্ডাহাড্ডি লড়াই ‘সারেগামাপা’য়, ১০ জনের ঠাঁই ফিনালেতে, কোন দুজন হলেন বিজয়ী?

প্রসঙ্গত, বাংলার শাড়ি নিয়ে এই নতুন সিরিয়ালের (Serial) গল্প। মফস্বলের শাড়ি নির্মাতা দুই বোনের শহরে দোকান খোলার সফর উঠে আসবে গল্পে। নতুন ধারাবাহিক নিয়ে বেশ আগ্রহ দেখা গিয়েছিল দর্শকদের। এবার কেমন টিআরপি তোলে সিরিয়ালটি সেটাই দেখার।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর