বাংলাহান্ট ডেস্ক : সিনে দুনিয়ার সব থেকে জনপ্রিয় অভিনেতাদের (Actor) প্রসঙ্গ উঠলেই সকলে নাম নেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সলমন খানদের মতো তারকাদের। ভারতীয় চলচ্চিত্র জগতে এঁদের অবদান বাস্তবিকই অনস্বীকার্য। তবে এমন একজন অভিনেতাও (Actor) আছেন যিনি এঁদের সকলের তুলনায় কম ছবিতে অভিনয় করেও জনপ্রিয়তায় এঁদের টেক্কা দেওয়ার ক্ষমতা রাখেন।
পরপর ব্লকবাস্টার হিট দিয়েছেন অভিনেতা (Actor)
তাঁর কেরিয়ারে অন্যান্য তারকাদের তুলনায় ছবির সংখ্যা কম। অথচ তার মধ্যে অধিকাংশ ছবিই হিট দিয়ে ভারতীয় সিনেমার অন্যতম সফল অভিনেতাদের (Actor) খাতায় নাম তুলেছেন তিনি। ফিল্মি কেরিয়ারে ৮ টি ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছেন অভিনেতা। ফ্লপ হয়েছে মোট ৩ টি। ইতিমধ্যেই গ্লোবাল স্টারের তকমাও পেয়ে গিয়েছেন তিনি। বুঝতে পারলেন কার কথা বলা হচ্ছে?
কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেয় এই ছবি: তিনি অভিনেতা (Actor) প্রভাস। মূলত দক্ষিণী ইন্ডাস্ট্রিতে কাজ করলেও বর্তমানে প্যান ইন্ডিয়া তারকা হয়ে উঠেছেন তিনি। ২০০২ সালে ‘ঈশ্বর’ ছবির হাত ধরে অভিনয় কেরিয়ার শুরু হয় তাঁর। তবে তিনি প্রথম নজরে আসেন ২০০৪ সালে ‘বর্ষম’ ছবির হাত ধরে। তারপর থেকে একটার পর একটা হিট ছবি দিয়ে গিয়েছেন অভিনেতা (Actor)। তবে তাঁর কেরিয়ারের সবথেকে বড় টার্নিং পয়েন্ট ছিল ২০১৫ সালে এস এস রাজামৌলির ‘বাহুবলী’ ছবিটি।
আরো পড়ুন : স্বর্ণযুগের অবিস্মরণীয় শিল্পী, বলিউডে এবার কিংবদন্তি মহম্মদ রফির বায়োপিক! কোন অভিনেতা থাকছেন?
রেকর্ড গড়েছিল এই ছবি: বিশ্বে সবথেকে বেশি ব্যবসা করা ভারতীয় ছবির তালিকায় ১৩ তম স্থানে জায়গা পায় এই ছবিটি। তারপর বাহুবলীর সিক্যুয়েল সমস্ত রেকর্ড ভেঙে সব ভাষায় ১০০০ কোটির ব্যবসা করা প্রথম ভারতীয় ছবি হয়ে দাঁড়ায়। এই ছবির হাত ধরেই প্রথম প্যান ইন্ডিয়া স্টার হয়ে ওঠেন প্রভাস।
আরো পড়ুন : কড়া সমালোচক ছিলেন ছেলের, রণবীরের এই ছবি ফ্লপ হবে, আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন ঋষি
তবে এরপরের বছরগুলো ভালো কাটেনি প্রভাসের। পরপর মুখ থুবড়ে পড়ে তাঁর তিনটি ছবি ‘সাহো’, ‘রাধে শ্যাম’, ‘আদিপুরুষ’। তবে ২০২৩ এবং ২০২৪ নিরাশ করেনি প্রভাসকে। ‘সালার’ এবং ‘কালকি ২৮৯৮ এডি’ দুটি ছবিই দুর্দান্ত ব্যবসা করেছে বক্স অফিসে। উপরন্তু সবথেকে জনপ্রিয় নায়কের তকমাটাও এ বছর গিয়েছে প্রভাসের ঝুলিতে।