বাংলাহান্ট ডেস্ক : টিআরপির টানাপোড়েনে পরপর শেষ হচ্ছে সিরিয়ালগুলি (Serial)। প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে দরকার নম্বর। আর তা না থাকলেই হয় স্লট বদল, নয়তো গল্পে ইতি। তাই টিআরপি টানতে নানান টুইস্ট নিয়ে আসে সিরিয়ালগুলি (Serial)। গল্পে মোড় আসলেও অবশ্য সবসময় নম্বর বাড়ে না। এমন অনেক উদাহরণই রয়েছে, যেখানে টুইস্ট এনেও টিআরপি না ওঠায় শেষমেষ বন্ধ করে দেওয়া হয়েছে সিরিয়াল (Serial)।
স্টার জলসায় আসছে নতুন সিরিয়াল (Serial)
বর্তমানে অবশ্য সিরিয়ালগুলি (Serial) কয়েক মাসেই শেষ হয়ে যাচ্ছে। মূলত টিআরপির অভাব এবং গল্পের আকর্ষণের অভাবেই ফুরিয়ে যায় ধারাবাহিক গুলি। তবে সিরিয়াল শেষ হওয়ার সঙ্গে সঙ্গে নতুন ধারাবাহিকও (Serial) শুরু হচ্ছে। ইতিমধ্যেই জি বাংলায় একগুচ্ছ নতুন সিরিয়াল শুরু হওয়ার খবর শোনা যাচ্ছে। তবে পিছিয়ে নেই স্টার জলসাও।
একগুচ্ছ মেগা শুরুর অপেক্ষায়: মাত্র কিছুদিন হল স্টার জলসায় শুরু হয়েছে ‘চিরসখা’ ধারাবাহিক (Serial)। কয়েক দিনে মন্দ টিআরপি তোলেনি সিরিয়ালটি। তবে এখানেই শেষ নয়। আরো নতুন সিরিয়াল শুরুর অপেক্ষায় রয়েছে এই চ্যানেলে। আসন্ন স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডের প্রোমোতে দেখা মিলেছে তৃণা সাহা এবং ইন্দ্রজিৎ বসুর। এতেই বোঝা গিয়েছে আগামীতে নতুন সিরিয়ালে (Serial) জুটি বাঁধতে চলেছেন তাঁরা।
আরো পড়ুন : বঙ্গবন্ধুর বাড়ি ধ্বংসে উস্কানি দিয়েছে পাকিস্তান? আসল সত্যি “ফাঁস” হতেই তোলপাড় শুরু বাংলাদেশে
কে হবেন নায়ক: এবার জানা গেল আরও এক নতুন খবর। ফের নতুন ধারাবাহিক (Serial) আনছে জলসা। আর এই সিরিয়ালেই নায়ক হয়ে ফিরছেন অভিনেতা অভিষেক বীর শর্মা। জানা যাচ্ছে, স্বর্ণেন্দু সমাদ্দারের ক্রেজি আইডিয়াজ মিডিয়া প্রযোজনা সংস্থার অধীনে আসছে এই নতুন সিরিয়াল (Serial)। গতানুগতিক ধারা বাদ দিয়ে এক অন্য রকম প্রেমের গল্প উঠে আসবে এই ধারাবাহিকে।
তবে জানা গিয়েছে, এই মুহূর্তে একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে সিরিয়ালের কাজ। প্রোমো শুটিং হয়নি এখনো। তবে আগামী মাসে শুট শুরু হতে পারে বলে খবর। এও শোনা যাচ্ছে, অভিষেকের বিপরীতে দেখা যেতে পারে কোনো নতুন নায়িকাকে। আপাতত তারই খোঁজ চলছে। উল্লেখ্য, শেষবার কালার্স বাংলার ‘সোহাগ চাঁদ’ সিরিয়ালে দেখা গিয়েছিল অভিষেককে। দু বছর চলার পর ২০২৪ এ শেষ হয় সিরিয়ালটি।