বাংলাহান্ট ডেস্ক : নতুন সিরিয়ালের জন্য তৈরি হচ্ছে জি বাংলা। খুব শীঘ্রই জি বাংলায় শুরু হতে চলেছে ‘তোমাকে ভালোবেসে’। এই সিরিয়ালের হাত ধরেই কামব্যাক করতে চলেছেন দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে প্রোমো। তবে সেখানে নায়কের দেখা না মেলায় প্রশ্ন জেগেছিল দর্শকদের মনে। এবার মিলল নায়কের খোঁজ। সেখানেও বড় চমক।
দিতিপ্রিয়ার (Ditipriya Roy) নায়ক হয়ে ফিরছেন অভিনেতা
অতি সম্প্রতি শোনা গিয়েছিল অভিনেতা রাহুল মজুমদারের নাকি এই সিরিয়ালে অভিনয় করার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে পিছিয়ে যান তিনি। তারপর থেকে চলছিল দিতিপ্রিয়ার (Ditipriya Roy) নায়কের খোঁজ। অবশেষে মিলল তাঁর সন্ধান। জানা গিয়েছে, দিতিপ্রিয়ার নায়ক হিসেবে দেখা মিলবে অভিনেতা জিতু কামালের। এই ধারাবাহিকের মাধ্যমে দীর্ঘদিন পর তিনিও কামব্যাক করতে চলেছেন টেলিভিশনে।
সর্বোচ্চ পারিশ্রমিক পাচ্ছেন তিনি: সূত্রের খবর বলছে, তোমাকে ভালোবেসে সিরিয়ালে দিতিপ্রিয়ার (Ditipriya Roy) বিপরীতে দেখা যাবে জিতুকে। এখনো পর্যন্ত তাঁর প্রোমো সামনে আসেনি ঠিকই, তবে এমন কিছু গুঞ্জন শোনা গিয়েছে যাতে এই সিরিয়াল এবং জিতুর কামব্যাক নিয়ে আগ্রহ আরো বেড়েছে। শোনা যাচ্ছে, এই সিরিয়ালে অভিনয় করার জন্য নাকি মোটা অঙ্কের পারিশ্রমিক নিয়েছেন অভিনেতা। আর এর সঙ্গে সঙ্গেই বাংলা টেলিভিশনের সর্বাধিক পারিশ্রমিক প্রাপ্ত তারকা হয়ে উঠলেন জিতু। যদিও সেই পারিশ্রমিকের অঙ্ক প্রকাশ্যে আসেনি। এ বিষয়ে কোনো মন্তব্যও করেননি তিনি।
আরো পড়ুন : রাস্তার মিছিলে নয়, এবার টিভির পর্দায় ‘জাস্টিস’ চাইলেন উষসী, কিন্তু কার জন্য?
একসঙ্গেই কামব্যাক দুই তারকার: জিতুকে শেষবার টেলিভিশনে দেখা গিয়েছে ‘গুড়িয়া যেখানে গুড্ডু সেখানে’। সেই সিরিয়ালও শেষ হয়েছে ২০২০ সালে। অন্যদিকে বিগত প্রায় তিন চার বছর ধরে টিভিতে দেখা নেই দিতিপ্রিয়ারও (Ditipriya Roy)। টেলিভিশনের দর্শক তাঁকে শেষবার দেখেছেন রাণীমা হিসেবে। এবার একসঙ্গেই ছোটপর্দায় ফিরছেন দুই জনপ্রিয় তারকা।
আরো পড়ুন : কপালে আদুরে চুমু, ডেটের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্ত ‘সূর্য’ দিব্যজ্যোতির! নেটিজেনরা বললেন, ‘শেষে কিনা…’
উল্লেখ্য, দিতিপ্রিয়া জিতু জুটি যেমন একেবারে নতুন, তেমনি দুজনের মধ্যে বয়সের ফারাকও কিন্তু কম নয়। এর আগেও অবশ্য নায়ক নায়িকার মধ্যে অসম বয়সী সম্পর্ক দেখা গিয়েছে সিরিয়ালে। দিতিপ্রিয়া জিতুর জুটি কেমন দর্শক টানতে পারে সেটাই দেখার অপেক্ষা।