টেলি নায়িকার প্রাক্তন, বৃন্দাবনে রাশিয়ান সুন্দরীকে বিয়ে করছেন ছোটপর্দার হার্টথ্রব নায়ক!

বাংলাহান্ট ডেস্ক : শ্রীকৃষ্ণের নামে সিরিয়ালে অভিনয় করেছিলেন। বাস্তবেও কৃষ্ণপ্রেমই অভিনেতাকে (Actor) মিলিয়ে দিয়েছে তাঁর জীবনসঙ্গিনীর সঙ্গে। বছর দুই আগেই বাগদান সেরে রেখেছিলেন। নতুন বছর পড়তেই এবার বিয়েটাও সেরে ফেললেন অভিনেতা। তাও আবার রাধাকৃষ্ণের চিরন্তন প্রেমকে সাক্ষী রেখে বৃন্দাবন ধামে!

বৃন্দাবনে বিয়ে করছেন জনপ্রিয় অভিনেতা (Actor)

কথা হচ্ছে অভিনেতা (Actor) গৌরব মণ্ডলের বিষয়ে। ছোটপর্দায় দীর্ঘদিন কাজ করেছেন তিনি। একাধিক সিরিয়ালে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন। তবে ‘ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ’ সিরিয়ালটি তাঁর জীবন বদলে দেয়। এই সিরিয়ালে শ্রীকৃষ্ণের ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। আর বাস্তবেও তিনি পেয়ে গিয়েছেন নিজের রাধিকাকে।

This actor is going to marry in vrindavan

হয়ে গিয়েছে মেহেন্দি আর গায়ে হলুদ: রাশিয়ান নৃত্যশিল্পী চিন্তামণি ডায়ানার সঙ্গে দু বছর আগে বাগদান সেরেছিলেন গৌরব (Actor)। আর ২০২৫ এর শুরুতেই এবার বিয়ের পিঁড়িতেও বসতে চলেছেন অভিনেতা। দুজনের প্রাক বিয়ের অনুষ্ঠানের চোখ ধাঁধানো ছবি ভাইরাল হতে শুরু করেছে নেট মাধ্যমে। বৃন্দাবন ধামেই মেহেন্দি এবং গায়ে হলুদ অনুষ্ঠান হয়েছে তাঁদের।

আরো পড়ুন : নতুন বছরের মেগা চমক! বাংলার ভাগ্যে এবার বুলেট ট্রেন? সামনে এল বিরাট আপডেট

ভাইরাল হয়েছে ছবি: নানান ফুলের সমাহারে গৌরব চিন্তামণির মেহেন্দি অনুষ্ঠানে ছিল বেগুনি রঙের প্রাধান্য। অন্যদিকে গাঁদা ফুল দিয়ে সেজে উঠেছিল তাঁদের গায়ের হলুদের অনুষ্ঠান। প্রতিটি অনুষ্ঠানের নয়নাভিরাম ছবি মন জয় করে নিয়েছে সকলের। এবার বৃন্দাবনেই বিয়ের অনুষ্ঠানও হতে চলেছে গৌরব চিন্তামণির।

আরো পড়ুন : “আমার সামনে সম্ভাবনাময় মুখ…”, ভবিষ্যতের রাজনীতির জন্য কার নাম নিলেন মোদী?

জন্মসূত্রে রাশিয়ান হলেও চিন্তামণির বাবা মা ইসকনের সঙ্গে যুক্ত। তিনি নিজেও ইসকনের সঙ্গে যুক্ত। ছোট থেকেই কৃষ্ণপ্রেম তাঁর জীবনের সঙ্গে যুক্ত। অন্যদিকে গৌরবের কথা বললে, এর আগে অভিনেত্রী জ্যাসমিন রায়ের সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। তবে সেসব বহুদিনই সেসব চুকেবুকে গিয়েছে। অনেকদিন সিরিয়ালেও দেখা যায় না গৌরবকে। আর কখনো তিনি অভিনয়ে ফিরবেন কিনা তাও স্পষ্ট নয়।

 

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর