বাংলাহান্ট ডেস্ক : ছোটপর্দা (Serial) থেকে পথচলা শুরু করে যারা ইন্ডাস্ট্রিতে জনপ্রিয়তা পেয়েছেন, তাদের মধ্যে অন্যতম নাম রাজদীপ গুপ্ত। সিরিয়ালের হাত ধরেই অভিনয় জগতে পা রাখেন তিনি। প্রথম ধারাবাহিকেই (Serial) আকাশছোঁয়া সাফল্যের পর ওয়েব সিরিজে মন দেন রাজদীপ। ওটিটি প্ল্যাটফর্মেই নিজের পরিচয় তৈরি করেছেন তিনি। কিন্তু টেলিভিশনের দর্শক তাঁকে আবারো ফিরে পাওয়ার অপেক্ষায় রয়েছেন।
সিরিয়ালে (Serial) ফিরতে চলেছেন অভিনেতা
সাম্প্রতিক গুঞ্জন অবশ্য বলছে, আবারো সিরিয়ালে ফিরতে চলেছেন রাজদীপ। খুবই শীঘ্রই স্টার জলসায় শুরু হতে চলেছে ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’। গুঞ্জন শোনা গিয়েছিল, এই ধারাবাহিকের (Serial) হাত ধরেই নাকি কামব্যাক হতে চলেছে অভিনেতার। অভিনেত্রী রাজনন্দিনী পালের বিপরীতেই নায়ক হিসেবে দেখা মিলবে তাঁর। কিন্তু এবার জানা গেল, তা আদৌ সত্যি নয়। তবে কি সিরিয়ালে ফিরছেন না রাজদীপ?
কোন সিরিয়ালে দেখা যাবে: সূত্রের খবর বলছে, রাজরাজেশ্বরী রাণী ভবানীতে অন্য এক প্রথম সারির অভিনেতাকে দেখা যাবে। তবে সিরিয়ালপ্রেমীদের (Serial) জন্য রয়েছে আরো এক সুখবর। রাজদীপের কাছে নাকি সিরিয়ালে অভিনয়ের জন্য প্রস্তাব পাঠানো হয়েছিল। তাতে সম্মতও হয়েছেন তিনি। যদিও কোন সিরিয়ালে (Serial) তাঁকে দেখা যাবে তা এখনো ঠিক হয়নি। সবটা চূড়ান্ত হলে চ্যানেলের তরফেই জানানো হবে বলে খবর।
আরো পড়ুন : জুলাই আন্দোলনের সময় খুনের চেষ্টার অভিযোগ, অবশেষে জামিন পেলেন নুসরত
ছোটপর্দা থেকেই কেরিয়ার শুরু: প্রসঙ্গত, রাজদীপের অভিনয় জগতে পথচলা শুরু হয় ‘ওগো বধূ সুন্দরী’ সিরিয়ালের (Serial) হাত ধরে। প্রথম মেগাই বিপুল জনপ্রিয়তা এনে দিয়েছিল তাঁকে। ঋতাভরী এবং তাঁর জুটি দর্শকদের খুবই পছন্দ হয়েছিল। তারপর থেকে আর ফিরে তাকাতে হয়নি রাজদীপকে।
আরো পড়ুন : সামনে থাকা লরিতে সজোরে ধাক্কা, জাতীয় সড়কে দুর্ঘটনার শিকার BSF জওয়ানদের কনভয়
পরবর্তীতে অবশ্য ওয়েব সিরিজের পরিচিত মুখ হিসেবেই জনপ্রিয়তা পান রাজদীপ। মিসম্যাচ, গভীর জলের মাছ এর মতো একাধিক ওয়েব সিরিজে অভিনয় করেছিলেন তিনি। ছোটপর্দায় তাঁকে শেষবার দেখা গিয়েছে ‘পঞ্চমী’ ধারাবাহিকে। ওই সিরিয়ালে তাঁর বিপরীতে ছিলেন সুস্মিতা দে।