একাধিক ব্যর্থ প্রেম, “উচ্ছেবাবু” আদৃতের প্রাক্তনের সঙ্গেই বিয়ে সারলেন জি বাংলার নায়ক!

বাংলাহান্ট ডেস্ক : ক্যালেন্ডার বলছে, চলছ ভরা বসন্ত। যদিও আপাতত বিয়ের সিজনে বিরতি পড়েছে। বড়পর্দা এবং ছোটপর্দার বেশ কয়েকজন জনপ্রিয় নায়ক নায়িকা বিয়ে সেরেছেন গত বছর এবং চলতি বছরের শুরুতে। আর এই তালিকায় এবার জুড়ে গেল আরো একটি নাম। ছোটপর্দার আরেক জনপ্রিয় নায়ক (Adrit Roy) বসলেন বিয়ের পিঁড়িতে।

বিয়ে করলেন জি বাংলা সিরিয়ালের নায়ক (Adrit Roy)

জি বাংলা সহ একাধিক চ্যানেলের বেশ কয়েকটি ধারাবাহিকের জনপ্রিয় অভিনেতা (Adrit Roy) তিনি। পাশাপাশি মডেলিং জগতেরও পরিচিত নাম। এবার কার্যত লোকের নজর এড়িয়েই চুপিচুপি বিয়ে করে নিলেন তিনি। তবে সোশ্যাল মিডিয়ায় ছবি ভাইরাল হতেই শুভেচ্ছা বার্তার ঝড় উঠেছে নেটপাড়ায়।

This actor married adrit roy ex girlfriend supriya

পাত্রীটি কে: তিনি রবি সাউ। জি বাংলার ‘রাধা’, ‘জীবন জ্যোতি’, ‘বেদের মেয়ে জ্যোৎস্না’র মতো সিরিয়ালের পাশাপাশি ফ্লাইওভার, সেন্টিমেন্টাল এর মতো ছবিতেও কাজ করেছেন তিনি। ছোটপর্দার বেশ পরিচিত মুখ তিনি। গত ১২ ই মার্চ বিয়ে সেরেছেন রবি (Adrit Roy)। পাত্রী অভিনয় জগতের সঙ্গে যুক্ত না হলেও এই জগতের সঙ্গে বেশ ওঠাবসা রয়েছে তাঁর। বিশেষ করে বছর কয়েক আগে তাঁর নাম উঠে এসেছিল চর্চায়। সৌজন্যে তাঁর প্রাক্তন আদৃত রায় (Adrit Roy)।

আরো পড়ুন: কামব্যাক করে “ফ্লপ” বেঙ্গল টপার নায়ক, ফের স্লটহারা সিরিয়াল, জলসাতেই ভরসা রাখলেন দর্শক

বিয়ে ভাঙে সুপ্রিয়ার: হ্যাঁ, আদৃতের (Adrit Roy) প্রাক্তন প্রেমিকা সুপ্রিয়ার সঙ্গেই গাঁটছড়া বেঁধেছেন রবি। দীর্ঘদিনের প্রেম ছিল আদৃত সুপ্রিয়ার। বিয়ের কথাও ছিল তাঁদের। তবে শোনা গিয়েছিল, কৌশাম্বীর সঙ্গে সম্পর্কে জড়ানোয় দূরে সরে যান সুপ্রিয়া। গত বছর বিয়ে করেছেন আদৃত (Adrit Roy)। আর এবার বিয়ে সারলেন সুপ্রিয়া। যদিও জানা যাচ্ছে, এটা তাঁর দ্বিতীয় বিয়ে।

আরো পড়ুন : টেনেটুনে ১ মাস, বিতর্ক মাত্রা ছাড়াতেই নায়ক বদলের দাবি, জি এর মেগা বয়কটের ডাক দর্শকদের!

প্রসঙ্গত, রবির ব্যর্থ সম্পর্কের কথাও শোনা যায় টেলিপাড়ায়। অভিনেত্রী জ্যাসমিন রায়ের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা একসময় বেশ চর্চিত ছিল। তবে তা শেষমেষ টেকেনি। অবশেষে বিয়ে সারলেন রবি। নেটিজেনদের পাশাপাশি টলি তারকারাও শুভেচ্ছা জানিয়েছেন রবি সুপ্রিয়াকে।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর