জনসমক্ষে নগ্ন হন প্রথম স্ত্রী! জীবনে এসেছে বহু নারী, ৭০ বছরে মেয়ের বয়সী চতুর্থ প্রেমিকাকে বিয়ে করেন এই সুপুরুষ অভিনেতা!

বাংলাহান্ট ডেস্ক : তাদের জীবন শুধু রূপোলি পর্দাতে সীমাবদ্ধ নয়। ব্যক্তিগত জীবনও তাঁদের সিনেমার থেকে কম কিছু নয়। বিশেষ করে কয়েকজন তারকা বাস্তবে হার মানাবেন সিনেমাকেও। এমনি একজন অভিনেতা (Actor) রয়েছেন বলিউডে যিনি কেরিয়ারেও যেমন চমক দিয়েছেন, তেমনি তাঁর ব্যক্তিগত জীবনও তাক লাগিয়েছে বারবার। চার বার বিয়ের পিঁড়িতে বসেছেন অভিনেতা (Actor)। চতুর্থ বার নিজের মেয়ের বয়সী পাত্রীকেও বিয়ে করেছেন!

অভিনয় থেকে ব্যক্তিগত জীবন রঙিন এই অভিনেতার (Actor)

বলিউডের জনপ্রিয়তম অভিনেতাদের (Actor) মধ্যে তিনি একজন। তবে শুধু সেলুলয়েডের পর্দায় আটকে রাখা যায়নি তাঁকে। মডেলিং থেকে থিয়েটারের মঞ্চ, টেলিভিশন সর্বত্রই রেখেছেন নিজের ছাপ। তাঁর সুপুরুষ চেহারায় বারবার পিছলে গিয়েছে নারী হৃদয়। অভিনেতার জীবনেও এসেছেন একাধিক নারী। এমনকি ৭০ বছরে পৌঁছেও ছাদনাতলায় গিয়েছেন তিনি।

This actor married for the fourth time at 70

একাধিক বিয়ে করেছেন অভিনেতা: কথা হচ্ছে বলিউড অভিনেতা (Actor) কবীর বেদীর ব্যাপারে। কয়েক দশক ধরে ইন্ডাস্ট্রিতে রাজত্ব করেছেন তিনি। তাঁর বাবা ছিলেন লেখক এবং দার্শনিক, মা ব্রিটিশ নাগরিক। প্রথম জীবনে কবীর বেদী বিয়ে করেছিলেন প্রতিমা বেদীকে। কিন্তু ১৯৬৯ থেকে ১৯৭৪ পর্যন্তই ছিল তাঁদের দাম্পত্য জীবন। তাঁদের বিয়ে ভাঙার পেছনে পরভীন বাবির নাম উঠে আসলেও প্রতিমা স্পষ্ট করেছিলেন, এর নেপথ্যে পরভীনের কোনো দায় নেই। এরপর ১৯৮০ তে কবীর বেদী বিয়ে করেন মার্কিন মডেল সুজান হামফ্রেকে। দশ বছর পরে ভেঙে যায় সেই বিয়েও।

আরো পড়ুন: টলিউড থেকে খ্যাতি পেয়েই বলিউডে সফর, নিজের ইন্ডাস্ট্রি নিয়েই নিন্দায় সরব শাশ্বত! বললেন, ‘নবাগতরা…’

টেকেনি তিন তিনটে বিয়ে: এরপর ১৯৯১ সালে লন্ডনে গিয়ে কবীরের পরিচয় নিক্কি মুলগাওকরের সঙ্গে। তিনি ছিলেন টিভি এবং রেডিওর নামী সঞ্চালিকা। বয়সে ২০ বছরের ছোট হলেও ১৯৯২ সালে নিক্কিকে বিয়ে করেন অভিনেতা (Actor)। তিনি ছিলেন তাঁর তৃতীয় স্ত্রী। কিন্তু প্রথম দুবারের মতো তাঁর এই বিয়েটাও টেকেনি। ২০০৫ এই শেষ হয়ে যায় সেই সম্পর্ক।

আরো পড়ুন: ১০ বছরের প্রেম জীবন, বিয়ের ২ বছরের মাথায় সংসার ভাঙল জনপ্রিয় অভিনেতার!

কিন্তু কবীর বেদী থেমে যাননি। বয়স বেড়েছে, ক্যামেরার সামনে থেকেও সরে এসেছেন। কিন্তু ৭০ বছরে এসেও বিয়ের পিঁড়ি থেকে দূরে সরানো যায়নি অভিনেতাকে। ৭০ বছর পূর্ণ হওয়ার ঠিক আগেই চতুর্থ বিয়েটাও সেরে ফেলেন তিনি। এবারে স্ত্রী পরভীন দুসাঞ্ঝ বয়সে ২৬ বছরের ছোট কবীরের থেকে!

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর