বড়পর্দায় ফিরছে নব্বইয়ের নস্টালজিয়া, এই অভিনেতাকে দেখা যাবে ‘শক্তিমান’ এর চরিত্রে!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: নব্বইয়ের দশকে হিন্দি টেলিভিশনের সবথেকে জনপ্রিয় টেলিভিশন শোগুলির মধ‍্যে অন‍্যতম ছিল ‘শক্তিমান’ (Shaktimaan)। ভারতের প্রথম সুপারহিরো সে সময়কার স্কুল পড়ুয়াদের জীবনের একটা বড় অংশ জুড়ে ছিল। শুধু তো বিনোদন জোগাত না শক্তিমান, সঙ্গে খুদে দর্শকদের জন‍্য থাকত নানান সদুপদেশ। সেই শক্তিমান আবার পর্দায় ফিরছে জেনেই উচ্ছ্বসিত হয়েছিলেন সকলে।

তবে এবারে ছোটপর্দা নয়, আরো বড় আকারে সেলুলয়েডের পর্দায় ধরা দিতে চলেছে ছোটবেলার সুপারহিরো। এবার প্রকাশ‍্যে এল শক্তিমানের চরিত্রে যে অভিনেতাকে দেখা যাবে তাঁর নাম। আর নামটা শুনলে চমকে যেতে বাধ‍্য হবেন!


সূত্রের খবর মানলে, অভিনেতা রণবীর সিংকে এই চরিত্রের জন‍্য অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছে। তিনিও নাকি চরিত্রটি নিয়ে বেশ আগ্রহী। নির্মাতাদের মতে, শক্তিমানের চরিত্রটিতে রণবীর খুব সহজাত ভাবেই অভিনয় ক্ষমতা দেখাতে পারবেন। এখনো পর্যন্ত রণবীর চরিত্রটির জন‍্য হ‍্যাঁ বলেননি ঠিকই, তবে তাঁর টিমের সঙ্গে কথাবার্তা চালাচ্ছেন নির্মাতারা।

গত ফেব্রুয়ারি মাসে সোনি পিকচার্সের তরফে শক্তিমান ছবির টিজার শেয়ার করা হয় সোশ‍্যাল মিডিয়ায়। ক‍্যাপশনে লেখা ছিল, ‘ভারত ও গোটা বিশ্বে আমাদের অনেক সুপারহিরো ছবি জনপ্রিয়তা পাওয়ার পর এবার সময় এসেছে আমাদের দেশি সুপারহিরোর!’ তারপর থেকেই উন্মাদনা ছড়িয়ে পড়েছিল নেটমাধ‍্যমে।

এমনকি টুইটারে ট্রেন্ডিং তালিকাতেও চলে এসেছিল শক্তিমান। নব্বইয়ের দশকের নস্টালজিয়া ফিরছে বড়পর্দায়, এ কি কম কথা নাকি? সকলেই পুরনো স্মৃতি ঝালিয়ে নিতে ব‍্যস্ত। অনেকেই লিখেছেন, বড়পর্দায় শক্তিমান দেখতে নিশ্চয়ই যাবেন।


ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছে ব্রিউয়িং থটস প্রাইভেট লিমিটেড এবং মুকেশ খান্নার ভীষ্ম ইন্টারন‍্যাশনাল। ছবির বিষয়ে এর থেকে বেশি তথ‍্য এখনো পাওয়া না গেলেও নেটনাগরিকরা যে বেশ উত্তেজিত তা সোশ‍্যাল মিডিয়ায় মিমের ঢল দেখেই স্পষ্ট।

শক্তিমান সিরিয়ালে অভিনয় করে সবার মনে পাকাপাকি জায়গা করে নিয়েছিলেন মুকেশ খান্না। শক্তিমানই ভারতীয় চলচ্চিত্রে প্রথম সুপারহিরো। ১৯৯৭ থেকে ২০০৫ সাল পর্যন্ত চলেছিল শক্তিমান। এখন আর ছবি না করলেও সোশ‍্যাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকেন অভিনেতা।

X