বাংলাহান্ট ডেস্ক: বলিউডে এখন বায়োপিকের (Biopic) মরশুম। অভিনয়, রাজনীতি থেকে ক্রীড়াজগৎ, নামীদামী ব্যক্তিত্বের বায়োপিক ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে বলিউডে। প্রতিটি ছবি নিয়েই দেখা গিয়েছে উন্মাদনা। তবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) ক্ষেত্রে ব্যাপারটা একটু অন্য রকম। দীর্ঘদিন ধরে বাইশ গজ কাঁপানো ক্রিকেটের ‘মহারাজ’ এর জীবন সম্পর্কে খুঁটিনাটি বিষয় জানার আগ্রহ আমজনতার চিরদিনের। তাই তাঁর বায়োপিক নিয়েও কৌতূহল অনেকটাই বেশি।
কিন্তু এখনো পর্যন্ত নির্মাতারা সিংহভাগ তথ্যই আড়ালে রেখেছেন। এমনকি সৌরভের ভূমিকায় পর্দায় কাকে দেখা যাবে সেই খবর টুকুও জানা যায়নি এতদিনে। জল্পনা যদিও থামার নাম নেই। এতদিন ধরে রণবীর কাপুরকে (Ranbir Kapoor) নিয়ে কানাঘুঁষো শোনা যাচ্ছিল। আসলে বায়োপিকের ঘোষণা হওয়ার পর সৌরভ নিজেই ইচ্ছাপ্রকাশ করেছিলেন যে রণবীরকে নিজের ভূমিকায় পর্দায় দেখতে চান তিনি।
কিন্তু ঋষি পুত্র কার্যত জল ঢেলে দিয়েছেন দাদার মনোবাসনায়। এতদিন বিষয়টা রটনার আকারে থাকলেও সম্প্রতি কলকাতায় ছবির প্রচারে এসে তিনি স্পষ্ট করে দেন, সৌরভের বায়োপিকে অভিনয়ের প্রস্তাবই তাঁকে দেওয়া হয়নি। রণবীর বাদ, তবে কে? সামনে এসেছে আরো এক নাম।
তিনি আয়ুষ্মান খুরানা (Ayushmann Khurrana)। সূত্রের খবর মানলে, সৌরভের ভূমিকায় মাঠে নামার জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনিই। আয়ুষ্মানই কেন? তার জন্য রয়েছে বেশ কয়েকটি কারণ। আয়ুষ্মান নিজে ক্রিকেট পছন্দ করেন, খেলতেও পারেন। অন্যদিকে রণবীর জানিয়েছিলেন, তিনি ক্রিকেট তেমন ভালবাসেন না। ফুটবলেই তাঁর আগ্রহ বেশি।
উপরন্তু রণবীরের মতো শুধু ডান হাতে নয়, আয়ুষ্মান দু হাত দিয়েই ব্যাট করতে পারেন। যাকে বলে সব্যসাচী। তাই বাঁ হাতি সৌরভের বায়োপিকে সুযোগ পাওয়ায় আরো এক ধাপ এগিয়ে গিয়েছেন তিনি। যদিও জানিয়ে রাখি, পুরোটাই এখনো গুঞ্জনের স্তরে রয়েছে। আনুষ্ঠানিকভাবে কোনো খবরই এখনো জানানো হয়নি। তবে আয়ুষ্মানকে সৌরভের ভূমিকায় দেখলে অনুরাগীরা এবং সিনেপ্রেমীরা যে খুব একটা নিরাশ হবেন না তা আশা করাই যায়।