বাংলাহান্ট ডেস্ক : ছোটপর্দায় একাধিক সিরিয়াল (Serial)। এদিকে অভিনেতা অভিনেত্রীদের সংখ্যা তুলনামূলক কম হওয়ায় অনেকেই একসঙ্গে একাধিক ধারাবাহিকে অভিনয় করেন। তবে মূলত পার্শ্ব চরিত্রের অভিনেতা অভিনেত্রীরাই বিভিন্ন সিরিয়ালে (Serial) বিভিন্ন চরিত্রে অভিনয় করে থাকেন। কিন্তু নায়ক নায়িকাদের এমনটা করার জো নেই। তাই নায়কের ভূমিকায় অভিনয় করার জন্য অন্য সিরিয়াল (Serial) ছাড়তেও দেখা যায় অভিনেতাদের।
ফুলকি সিরিয়াল (Serial) ছেড়ে দিচ্ছেন অভিনেতা
এবার এই পথেই হাঁটতে চলেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা। বর্তমানে জি বাংলার ‘ফুলকি’ সিরিয়ালে (Serial) অভিনয় করছেন তিনি। কিন্তু খুব শীঘ্রই নতুন ধারাবাহিকে নায়কের চরিত্রে দেখা যাবে তাঁকে। আর তার জন্যই একাধিক সিরিয়াল (Serial) ছেড়ে দিতে হয়েছে অভিনেতাকে।
কোন ধারাবাহিকে দেখা যাবে: ফুলকি ধারাবাহিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র অফিসার অংশুমান সেনগুপ্ত। এই চরিত্রে দেখা যাচ্ছে জনপ্রিয় অভিনেতা ফাহিম মির্জাকে। কিন্তু এবার অন্য এক ধারাবাহিকে (Serial) নায়কের চরিত্রে অভিনয় করতে চলেছেন তিনি। জানা গিয়েছে, আকাশ আট চ্যানেলে ‘চ্যাটার্জী বাড়ির মেয়েরা’ সিরিয়ালে (Serial) সুপারস্টার অরুণ চ্যাটার্জীর ভূমিকায় দেখা যাবে ফাহিমকে।
আরো পড়ুন : ফের বেকায়দায় রামদেব! একই “ভুল”-এর জন্য এবার গ্রেফতারি পরোয়ানা জারি যোগগুরুর বিরুদ্ধে
নতুন চরিত্রটি কেমন: অভিনেতা জানান, অরুণ চ্যাটার্জী সুপারস্টার। এদিকে তার স্ত্রী খুবই সন্দেহবাতিক। তার জন্য ব্যক্তিগত জীবন সুখ নেই অরুণের। এমন অবস্থায় তার জীবনে খোলা হাওয়ার মতো প্রবেশ করে তিতির। তারপর কী হয়? তা অবশ্য খোলসা করেননি ফাহিম। তবে তিনি জানান, এটি একটি ইতিবাচক চরিত্র। তবে এমন চরিত্রে এর আগে তিনি অভিনয় করেননি কখনো।
আরো পড়ুন : ‘তোমাদের রাণী’র দুর্দান্ত সাফল্যের পর নতুন মেগায় অভিকা, প্রকাশ্যে এল সিরিয়ালের টাইম স্লট
ফাহিমের বিপরীতে সিরিয়ালে (Serial) তিতির চরিত্রে অভিনয় করছেন স্নেহা দেব। তবে অভিনেতার স্ত্রীর ভূমিকায় কে থাকছেন তা এখনো স্পষ্ট নয়। এদিকে ফুলকি সিরিয়ালেও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ফাহিম। নতুন মোড়ও আসতে চলেছে অংশুমান পারমিতার জীবনে। এমতাবস্থায় কি ফুলকিও ছেড়ে দেবেন ফাহিম? তা এখনো স্পষ্ট করেননি অভিনেতা।