বাংলাহান্ট ডেস্ক : বছরের পর বছর ধরে কতশত না সিরিয়াল (Serial) তৈরি হয় ছোটপর্দায়। এর মধ্যে কিছু কিছু ধারাবাহিক এতটাই জমজমাট হয় যে দর্শকদের মনে থেকে যায় আজীবন। আবার কিছু সিরিয়ালের গল্প জমে ওঠার আগেই টিআরপির অভাবে হাওয়া হয়ে যায় টেলিভিশনের পর্দা থেকে। দর্শকদের মন থেকেও হারিয়ে যায় সিরিয়ালগুলি (Serial)।
নামী প্রোডাকশন হাউজের ব্যানারে তৈরি সিরিয়াল (Serial)
যারা বাংলা ধারাবাহিকের (Serial) নিয়মিত দর্শক, তারা জানেন কিছু প্রোডাকশন হাউজ আছে যারা বেশ নামীদামী সিরিয়াল (Serial) নিয়ে আসে। সেই সব প্রযোজনা সংস্থার সিরিয়াল দেখার জন্য মুখিয়ে থাকেন দর্শকরা। ব্লুজ প্রোডাকশন হাউজ এমনি একটি প্রযোজনা সংস্থা যা বহু জনপ্রিয় সিরিয়াল তৈরি করেছে। বর্তমানে একাধিক বেঙ্গল টপার সিরিয়ালও (Serial) তৈরি করছে এই সংস্থা।
দর্শক মনে জায়গা করতে ব্যর্থ: তবে সবসময় ভাগ্য এক রকম যায় না। এমনও সিরিয়াল (Serial) বানিয়েছে এই প্রোডাকশন হাউজ যা এক বছরও টিকতে পারেনি। টিআরপি তলানিতে নিয়েই বিদায় নিয়েছে মাঝপথে। বছর খানেক আগে জি বাংলায় এমনি একটি সিরিয়াল (Serial) এনেছিল এই প্রোডাকশন। ‘মুকুট’ সিরিয়ালের কথা মনে আছে নিশ্চয়ই দর্শকদের? অভিনেত্রী শ্রাবণী ভুঁইয়া ছিলেন মুখ্য চরিত্রে। বিপরীতে ছিলেন অভিনেতা অর্ঘ্য মিত্র।
আরো পড়ুন : বদলে যাচ্ছে নায়ক নায়িকা, ২ বছরের হিট মেগাকে বাঁচাতে গল্পই ঘুরিয়ে দিল জি বাংলা!
শেষ হয়েছিল মাঝখানেই: গল্পের দুর্বলতা এবং টিআরপির অভাবে মাত্র ৬ মাসেই শেষ হয়ে গিয়েছিল মুকুট। তারপর থেকে শ্রাবণীকে আর দেখা যায়নি বটে, তবে এবার চ্যানেল বদলে নতুন সিরিয়ালে (Serial) এন্ট্রি নিচ্ছেন অর্ঘ্য। তবে এবারে আর নায়কের চরিত্রে দেখা যাবে না তাঁকে মুখ্য চরিত্র থেকে সটান পার্শ্ব চরিত্রে জায়গা পেয়েছেন তিনি।
আরো পড়ুন : হুড়মুড়িয়ে এগোচ্ছে গল্প, মাত্র ৫ মাসেই শেষ সিরিয়াল! চ্যানেল বয়কটের ডাক দর্শকদের
সান বাংলায় সদ্য শুরু হয়েছে ‘শোলক সারি’। সেখানেই একটি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন অর্ঘ্য। এর আগে সুন্দরী, দেবী, আমার মা এর মতো সিরিয়ালে দেখা গিয়েছে তাঁকে। নতুন মেগায় তাঁকে দেখতে পেয়ে খুশি দর্শকরা।