শুরু হতে না হতেই অঘটন, অস্তাচলে TRP, ‘মিত্তির বাড়ি’ ছাড়লেন এই অভিনেতা!

বাংলাহান্ট ডেস্ক : সবে সবে জি বাংলায় পথচলা শুরু করেছে ‘মিত্তির বাড়ি’ (Mittir Bari)। নামীদামি স্টারকাস্ট দিয়ে সাজানো ধারাবাহিক। মুখ্য চরিত্রেও রয়েছেন আদৃত রায়, যিনি এর আগে ‘মিঠাই’ সিরিয়ালে ঝড় তুলে দিয়েছিলেন। কিন্তু মিত্তির বাড়িতে যেন খানিক অফ ফর্মে রয়েছেন অভিনেতা। শুরু থেকে এখনো টিআরপি তালিকায় ছাপ ফেলতে পারেনি এই ধারাবাহিক।

টিআরপি তুলতে ব্যর্থ মিত্তির বাড়ি (Mittir Bari)

প্রায় এক মাস হল শুরু হয়েছে মিত্তির বাড়ি (Mittir Bari)। কিন্তু এই সিরিয়াল নিয়ে যতটা প্রত্যাশা ছিল, দর্শকরা যেন এখন বেশ হতাশই হয়েছেন। কারণ টিআরপি তুলতে পারছে না ধারাবাহিকটি। একসময় ‘উচ্ছেবাবু’র ক্রেজে কার্যত পাগল ছিল মহিলা মহল। কিন্তু এবারের টিআরপিই বলে দিচ্ছে, কিছুটা হলেও ফিকে পড়েছে আইনজীবী ধ্রুব।

This actor reportedly left mittir bari

সিরিয়াল ছাড়লেন অভিনেতা: প্রথম থেকেই বেশ পিছিয়ে রয়েছে মিত্তির বাড়ি (Mittir Bari)। নায়িকা পারিজাতকে সৌমিতৃষার সঙ্গে তুলনা করার থেকে দুজনের রসায়ন যে এখনো দর্শকদের মনে ছাপ ফেলতে পারেনি, তা বোঝা যাচ্ছে সিরিয়ালের ৫.৬ টিআরপি থেকেই। এর মাঝেই খবর এল, মিত্তির বাড়ি (Mittir Bari) ছেড়ে দিয়েছেন গুরুত্বপূর্ণ অভিনেতা।

আরো পড়ুন : রাই-অনির্বাণের বিচ্ছেদই চূড়ান্ত, ফের নায়ক হয়ে ফিরবে শৌর্য! বিরাট চমক আসছে ‘মিঠিঝোরা’য়

ঠিক কী হয়েছে ঘটনা: আসলে বেশ কিছুদিন ধরেই সিরিয়ালে অনুপস্থিত ‘দাদু’ সুধাচরণ মিত্তির ওরফে অভিনেতা দুলাল লাহিড়ী। শেষবার গল্পে দেখা গিয়েছিল, দাদুর অসুস্থতার মাঝে তার কথাতেই ধ্রুবর সঙ্গে জোনাকির বিয়ে দেন দিদা। কিন্তু তারপর থেকে আর পর্দায় দেখা মেলেনি বর্ষীয়ান অভিনেতার। সেই থেকেই গুঞ্জন ছড়িয়েছে, মিত্তির বাড়ি (Mittir Bari) নাকি ছেড়ে দিয়েছেন তিনি। সত্যিই কি তাই?

আরো পড়ুন : একই সঙ্গে হিন্দি-বাংলা দুই সিরিয়াল, নতুন বছরে লক্ষ্মীলাভ ‘অনুরাগের ছোঁয়া’ অভিনেত্রীর!

যেমনটা জানা যাচ্ছে, বাস্তবেই নাকি অসুস্থ অভিনেতা দুলাল লাহিড়ী। গত অগাস্ট মাসে তাঁর পায়ের লিগামেন্ট অপারেশন হয়েছে। তাই চিকিৎসকের পরামর্শে বিশ্রামে রয়েছেন তিনি। তবে মিত্তির বাড়িতে আবার কবে ফিরবেন তিনি, আদৌ ফিরবেন কিনা তা এখনো জানা যায়নি।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর