বাংলাহান্ট ডেস্ক : বলিউড অভিনেতারা (Actor) কে কত পারিশ্রমিক নেন তা জানার আগ্রহ থাকে সকলেরই। যে যত বেশি জনপ্রিয়, যাঁর চাহিদা যত বেশি, তাঁর পারিশ্রমিকও তত বেশি। এই সোজা হিসেবটা তো বলে দিতে হয় না। বলিউডের প্রথম সারির সুপারস্টারদের পারিশ্রমিক সবথেকে বেশি। তাঁদের থেকে একটু পরের সারিতে থাকা অভিনেতাদের (Actor) দাবি আবার আরেক রকম। আবার নতুন মুখদের পারিশ্রমিক অন্য রকম।
বলিউড অভিনেতাদের (Actor) পারিশ্রমিক চর্চা
মাঝে মাঝেই বিভিন্ন ছবির ক্ষেত্রে কে কত টাকা পারিশ্রমিক নিয়েছেন তা উঠে আসে চর্চায়। এক্ষেত্রেও দেখা যায় নায়ক এবং খ্যাতনামা অভিনেতাদের (Actor) দিকেই টাকার অঙ্কটা ভারী থাকে। এমনকি ছোট চরিত্রে অভিনয় করলেও পারিশ্রমিক কমাতে রাজি হন না, এমন অভিনেতাও রয়েছেন। তেমনি ইন্ডাস্ট্রিতে এমনও একজন অভিনেতা (Actor) রয়েছেন তিনি ছবি ফ্লপ হলে পারিশ্রমিক ফেরত দিয়ে দেন!
ছবি হিট না হলে পারিশ্রমিক ফেরত: কোন ছবি হিট হবে আর কোনটা ফ্লপ তা সবসময় অভিনেতা (Actor) অভিনেত্রীদের হাতে থাকে না। অনেক সময়ে প্রথম সারির সুপারস্টারদের তারকাদেরও ছবি ডাহা ফ্লপ খেয়ে যায়। এক্ষেত্রে বলিউডের একজন অভিনেতা নাকি নিজের পারিশ্রমিক ফিরিয়ে দেন। জানলে অবাক হবেন, ইন্ডাস্ট্রির অতি জনপ্রিয় দাপুটে অভিনেতা (Actor) তিনি।
আরো পড়ুন : দু ঘন্টার জন্য ১০ লক্ষ টাকা! প্রস্তাবের উত্তরে যা বলেছিলেন লতা মঙ্গেশকর… চমকে যাবেন শুনলে!
চরিত্র বুঝে টাকা নেন ইনি: কথা হচ্ছে অক্ষয় কুমারের ব্যাপারে। তাঁর বিষয়ে শোনা যায়, তাঁর ছবি ফ্লপ হলে তিনি নাকি পারিশ্রমিক ফিরিয়ে দেন। আবার এমন একজন অভিনেতা (Actor) রয়েছেন যিনি সব ছবির জন্য এক রকম টাকা চার্জ করেন না। ছবিতে তাঁর চরিত্র কেমন, কতটুকু সেসব ভাবনা চিন্তা করে পারিশ্রমিক বলেন। তিনি অজয় দেবগণ।
আরো পড়ুন : বাবা-ছেলে দুজনেরই শয্যাসঙ্গী! কীর্তি ফাঁস হতেই কেলেঙ্কারি কাণ্ড ঘটান এই অভিনেত্রী
বর্তমানে অবশ্য ইন্ডাস্ট্রিতে পারিশ্রমিকের ধারণাটা বদলাচ্ছে। সম্প্রতি একটি শোতে এসে ‘প্রফিট শেয়ারিং এগ্রিমেন্ট’ এর কথা তোলেন অক্ষয় এবং অজয়। সেটা কী জিনিস? অক্ষয় অজয় জানান, বর্তমানে অনেক প্রযোজক অভিনেতা এই এগ্রিমেন্ট করে নিচ্ছেন। এখানে বলা থাকে, যদি ছবি লাভের মুখ দেখে তাহলে তার থেকে এক ভাগ হবে অভিনেতার। আর যদি ছবি ফ্লপ হয় তবে তিনি কিছুই পাবেন না। এক্ষেত্রে প্রযোজকেরও চাপ কম থাকে বলে অনেকেই এখন এই চুক্তি সাক্ষর করছেন বলে জানান দুই অভিনেতা।