বাংলাহান্ট ডেস্ক : বাস্তব জীবন থেকেই তৈরি হয় সিনেমা। তবে অনেক সময় বাস্তব জীবন ছাপিয়ে যায় সিনেমার গল্পকেও। অভিনয় জগতে সাফল্য পাওয়ার জন্য এক একজন অভিনেতা (Actor) যে কঠিন স্ট্রাগল করেন তা অনেকের কাছেই হয়ে ওঠে অনুপ্রেরণা। অনেকেই জানেন না, ভারতীয় ফিল্ম জগতেই এমন একজন মহাতারকা রয়েছেন যিনি বর্তমানে এক একটি ছবির জন্য ১০০ কোটি টাকার বেশি পারিশ্রমিক নিলেও একসময় সংসার চালানোর জন্য কুলি মজুরের কাজ পর্যন্ত করেছেন।
দরিদ্র পরিবার থেকে এসে কোটি টাকার সম্পত্তি করেছেন অভিনেতা (Actor)
খুব দরিদ্র পরিবার থেকে উঠে এসেছিলেন অভিনেতা (Actor)। পয়সা রোজগারের জন্য মজুর গিরি থেকে শুরু করে বাস কন্ডাকটরিও করেছেন। কিন্তু তাঁর করার লেখা ছিল অন্য কিছু। তাঁর ভাগ্যের চাকাও ঘুরেছিল হঠাৎ করেই। তারপর আর পেছন ফিরে তাকাতে হয়নি কখনও। তিনিই হয়ে ওঠেন ভারতীয় সিনেমার ‘থালাইভা’। হ্যাঁ, ঠিক ধরেছেন। এই অভিনেতাই (Actor) রজনীকান্ত।
স্ট্রাগল করে জায়গা করেছেন ইন্ডাস্ট্রিতে: দক্ষিণী ছবির মেগাস্টার রজনীকান্ত। আন্তর্জাতিক স্তরেও রয়েছে তাঁর জনপ্রিয়তা। শোনা যায়, এক একটি ছবির জন্য প্রায় ১০০-১৫০ কোটি টাকা পারিশ্রমিক নেন তিনি। তবে তাঁর শুরুটা কিন্তু এত মসৃণ ছিল না। এক সাক্ষাৎকারে রজনীকান্ত জানিয়েছিলেন, টাকা রোজগার করতে কখনো কুলি, কখনো কাঠের কাজ করেছেন তিনি।
আরো পড়ুন : সিনেমা হলে মিস করেছেন? OTT তে দেখে নিন ‘ভুলভুলাইয়া ৩, কবে কোথায় মুক্তি পাচ্ছে?
কীভাবে হয় ভাগ্য পরিবর্তন: জীবনে এমন একটা সময় এসেছিল যখন আত্মহত্যার মতো চরম সিদ্ধান্তও নিয়ে নিয়েছিলেন তিনি। কিন্তু তাঁর ভাগ্যের চাকা ঘুরতে শুরু করে বাস কন্ডাকটরের কাজ নেওয়ার পর। সে সময় একটি ফিল্ম ইনস্টিটিউটে নাম লেখান অভিনেতা (Actor)। সেখান থেকেই প্রথম ছবিতে সুযোগ পান তিনি। কে বালাচন্দরের অধীনে একটি তামিল ছবিতে কাজ করেছিলেন রজনীকান্ত। তারপর থেকে আর বসে থাকতে হয়নি তাঁকে।
আরো পড়ুন : ‘উনি সামনে আসলেই শরীরে…’, এত বছর পর অমিতাভকে নিয়ে অকপট রেখা
দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে সমসাময়িক এবং পরবর্তী প্রজন্মের অভিনেতাদেরও (Actor) কড়া টক্কর দিয়েছেন রজনীকান্ত। শোনা যায়, নায়ক হিসেবে প্রথম ছবির জন্য নাকি ৫০,০০০ টাকা পারিশ্রমিক চেয়েছিলেন তিনি। আসলে রজনীকান্ত ভেবেছিলেন, ওটাই হবে তাঁর প্রথম এবং শেষ ছবি। আগামী ১২ ই ডিসেম্বর ৭৪ এ পা দেবেন তিনি। এখনো সমান উদ্যমে কাজ করে চলেছেন রজনীকান্ত। আগামীতে ‘কুলি’ ছবিতে দেখা যাবে তাঁকে। তাঁর সঙ্গে এই ছবিতে স্ক্রিন শেয়ার করতে চলেছেন আমির খান। শোনা যাচ্ছে, এই ছবির জন্য প্রায় ২৮০ কোটি পারিশ্রমিক নিচ্ছেন রজনীকান্ত।