বাংলাহান্ট ডেস্ক : সৌন্দর্য এবং আভিজাত্যের এক অনন্য মেলবন্ধন ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan)। বলিউডে পা রাখার পর বিভিন্ন সময়ে নানান বিতর্ক এসে জড়িয়েছে তাঁর নামের সঙ্গে। ব্যক্তিগত জীবনকে গুরুত্ব দিতে গিয়ে আপোস করেছেন সফল ফিল্মি কেরিয়ারের সঙ্গে। কিন্তু নিজের ব্যক্তিত্ব কখনো হারাতে দেননি তিনি। এখনো এত বিতর্কের মাঝেও নিজের দৃঢ় ব্যক্তিত্বে কখনো চিড় খেতে দেননি ঐশ্বর্য (Aishwarya Rai Bachchan)।
ঐশ্বর্যকে (Aishwarya Rai Bachchan) বলিউডে আসতে সাবধান করেন অভিনেতা
দীর্ঘদিন ধরে ইন্ডাস্ট্রিতে রয়েছেন ঐশ্বর্য (Aishwarya Rai Bachchan)। মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করেন তিনি। মডেলিং জগতে যখন তিনি যথেষ্ট পরিচিত নাম, তখনই তিনি পা রাখেন সৌন্দর্য প্রতিযোগিতায়। জেতেন মিস ওয়ার্ল্ডের খেতাব। তবে ঐশ্বর্যকে (Aishwarya Rai Bachchan) বলিউডে আসতে নিষেধ করেছিলেন একজন অভিনেতা। ভবিষ্যৎটা আগেই দেখতে পেয়েছিলেন তিনি। সেই অভিনেতার নাম সঞ্জয় দত্ত।
প্রথম আলাপ হয় কোথায়: ঐশ্বর্যর (Aishwarya Rai Bachchan) সঙ্গে সঞ্জয় এর প্রথম আলাপ একটি ফটোশুট করতে গিয়ে। যদিও তার আগেই একটা বিজ্ঞাপনে ঐশ্বর্যকে (Aishwarya Rai Bachchan) দেখেছিলেন তিনি। পুরনো স্মৃতি ঘেঁটে সঞ্জয় বলেছিলেন, বিজ্ঞাপনে প্রথম বার অ্যাশকে দেখে তিনি অবাক হয়ে গিয়েছিলেন। প্রকাশ্যেই তাঁর প্রশংসা করায় লজ্জায় লাল হয়ে গিয়েছিলেন নায়িকা। তবে একই সঙ্গে ঐশ্বর্যকে (Aishwarya Rai Bachchan) সাবধান বাণীও শুনিয়েছিলেন সঞ্জয়। সতর্ক করেছিলেন, এই বলিউড ইন্ডাস্ট্রি থেকে দূরেই থাকতে।
আরো পড়ুন : ষাঁড়ের ছবি দিয়েও বেঁধে রাখতে পারলেন না সংসার! বচ্চন পরিবারের এই ছবির মাহাত্ম্য আর দাম জানেন?
কেন এমন বলেছিলেন অভিনেতা: আসলে সঞ্জয় ভয় পেয়েছিলেন, বলিউড ঐশ্বর্যর (Aishwarya Rai Bachchan) নম্রতা, তাঁর মিষ্টতা নষ্ট করে দেবে। অভিনেতা বলেছিলেন, ‘এই গ্ল্যামার ইন্ডাস্ট্রি তোমাকে বদলে দেবে, তোমাকে পরিণত করে দেবে। ওই সারল্যটা হারিয়ে যাবে। কারণ ওকে সিনে জগৎটাকে সামলাতে হবে, যা মোটেই সহজ নয়’। সঞ্জয় বলেছিলেন ফিল্মি দুনিয়া কতটা প্রতিযোগিতাপ্রবণ হতে পারে। এখানে কেউ পাঁচটা সিঁড়ি উপরে উঠলে ৫০০ জন তাঁকে পাঁচটা সিঁড়ি নীচে টেনে নামায়।
আরো পড়ুন : হুবহু এক রকম দেখতে! ঐশ্বর্য রাই এর যমজের খোঁজ মিলল এই দেশে, ফারাক করতে পারবেন না
সঞ্জয় ভেবেছিলেন, ওই প্রতিযোগিতা, চাপ সামাল দিতে পারবেন না ঐশ্বর্য। তাঁর স্বাভাবিক সারল্য চলে যাবে। ঐশ্বর্যও অবশ্য সঞ্জয়ের সঙ্গে সহমত হয়েছিলেন। তবে ইন্ডাস্ট্রিতে পা রাখলেও নিজেকে স্রোতের সঙ্গে ভেসে যেতে দেননি রাই সুন্দরী। বরং বরাবর নিজেকে আভিজাত্যের সঙ্গে মেলে ধরেছেন তিনি।