এই অভিনেতাই হচ্ছেন ‘গদর ২’ এর ভিলেন, ছাপিয়ে যেতে পারবেন কিংবদন্তি অমরীশ পুরিকে?

বাংলাহান্ট ডেস্ক: বলিউডের আসন্ন যেকটি ছবি নিয়ে দর্শকদের প্রত্যাশার পারদ চড়ছে উত্তরোত্তর, তাদের মধ্যে অন্যতম ‘গদর ২’ (Gadar 2)। তারা সিং এবং সাকিনা পর্দায় ফিরতে চলেছেন দু দশক পর। যেখানে প্রথম ছবি অর্থাৎ ‘গদর; এক প্রেম কথা’র গল্প শেষ হয়েছিল সেখান থেকেই শুরু হতে চলেছে সিক্যুয়েল ছবির গল্প।

উল্লেখ্য, গদর এক প্রেম কথা ছবিতে যতজন ছিলেন স্টার কাস্টে, সিক্যুয়েল ছবিতে রয়েছেন তাঁরাই। এই বিষয়টা ছবিটিকে আরো স্পেশ্যাল করে তুলেছে। তবে এক্ষেত্রে ঘটেছে একটা ছোট বিপত্তি। প্রথম ছবিতে খলনায়ক হিসেবে দেখা গিয়েছিল কিংবদন্তি অভিনেতা অমরীশ পুরিকে। তাঁর মৃত্যুর পর এবার সিক্যুয়েল ছবিতে কাকে দেখা যাবে খলনায়ক হিসেবে?

This actor will play villain in gadar 2

গদর: এক প্রেম কথা তে আশরাফ আলি চরিত্রে অভিনয় করেছিলেন অমরীশ পুরি। তাঁকে সরিয়ে ওই চরিত্রে অন্য কারোর অভিনয় করা সম্ভবই নয়। কারণ অমরীশ পুরি একজন কিংবদন্তি অভিনেতা। তাঁকে ‘রিপ্লেস’ করা যায় না। তাই সিক্যুয়েল ছবিতে আশরাফ আলি চরিত্রটিকেই আর রাখা হয়নি বলে খবর। গদর ২ তে খলনায়ক হিসেবে দেখা যাবে মনীষ বাধবাকে।

হিন্দি ইন্ডাস্ট্রির ক্লাসিক ছবিগুলির মধ্যে অন্যতম ‘গদর এক প্রেম কথা’। তারা সিং এর চরিত্রে সানি দেওলের (Sunny Deol) দমদার অভিনয় আজও মনে রেখে দিয়েছেন দর্শক। সেই ২০০১ সালে মুক্তি পেয়েছিল গদর এক প্রেম কথা। মাঝে কেটে গিয়েছে ২২ টা বছর। অবশেষে দর্শকদের ভালবাসার কথা মাথায় রেখে আবারো তারা সিংকে ফেরালেন সানি।

১৯৭১ সালের প্রেক্ষাপটে দেশভাগের সময়ে তারা সিং এবং সাকিনার প্রেম কাহিনি নিয়ে তৈরি হয়েছিল গদর এক প্রেম কথা। সিক্যুয়েলেও সাকিনা হিসেবে দেখা যাবে আমিশা পটেলকেই। তাঁদের ছেলের ভূমিকায় থাকছেন উৎকর্ষ শর্মা। এছাড়াও প্রথম ছবিটির মতো গদর ২-ও পরিচালনা করেছেন অনিল শর্মা।

দু দশক পর গদর টিমের সঙ্গে ফের যুক্ত হয়ে আপ্লুত সানি বলেছিলেন, তারা সিং কেবলমাত্র একটি চরিত্র নয়, এক আইকনে পরিণত হয়েছে। গদর এক প্রেম কথা তাঁর জীবনে পেশাগত দিক দিয়ে তো বটেই, ব্যক্তিগত ভাবেও খুব গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন সানি দেওল। প্রসঙ্গত, আগামী ১১ অগাস্ট মুক্তি পেতে চলেছে গদর ২।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর