বাংলাহান্ট ডেস্ক : বলিউড স্বপ্ন দেখায়। আর সেই স্বপ্নের টানেই প্রতি দিন বহু মানুষ ছুটে আসেন মুম্বই নগরীতে, দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে। কিন্তু এখানে এসে পৌঁছানোর পর স্বপ্নের দুনিয়া থেকে এক মুহূর্তে মাটিতে আছড়ে পড়তে বেশি সময় লাগে না। বিশেষ করে সঙ্গে যদি অভিনয়ের (Actor) ব্যাকগ্রাউন্ড কিংবা গডফাদার না থাকে, তাহলে এই ইন্ডাস্ট্রিতে টেকা মুশকিল। তবে পরিশ্রম করে সব সহ্য করেও বলিউডে পায়ের তলার মাটি শক্ত করেন অনেকে। এমনি এক অভিনেতার (Actor) কাহিনি রইল এই প্রতিবেদনে।
ছোট থেকেই দারিদ্রতা দেখে এসেছেন অভিনেতা (Actor)
বর্তমানে যাঁরা বলিউডের খ্যাতনামা তারকা তাঁরাও এক সময় ছোটখাটো কাজ করে জীবিকা নির্বাহ করেছেন। এক ঝটকায় বড় তারকা হয়ে ওঠেননি তাঁরা। আজ যে অভিনেতার (Actor) কথা বলব তিনি এক সময় করেছেন ওয়েটারের কাজ। এমনকি সইফ আলি খান এবং করিনা কাপুর খানের রিসেপশন পার্টিতেও তিনি কাজ করেছেন। অবাক হলেন তো? ভাবছেন কে সেই অভিনেতা?
ছোট থেকেই সংসারের দায়িত্ব ছিল কাঁধে: তিনি আসিফ খান। বর্তমানে ‘পঞ্চায়েত’ ওয়েব সিরিজের দৌলতে অতি পরিচিত মুখ তিনি। তবে ছোট থেকে এই জায়গায় আসার সফরটা যথেষ্ট কষ্টসাধ্য ছিল তাঁর। ছোটবেলাতেই বাবাকে হারান তিনি। তারপর থেকে সংসার চালানোর জন্য ছোটখাট কাজ করে রোজগার করতেন আসিফ। তবে তাঁর মনে ইচ্ছা ছিল অভিনয় (Actor) করার।
আরো পড়ুন : মুখ ফসকে ফাঁস পরিবারের গোপন কথা! তড়িঘড়ি ডিলিট কেবিসি প্রোমো, কী এমন বলেছিলেন অভিষেক?
একসম করেছেন ওয়েটারের কাজ: ২০১০ সালে অভিনয় (Actor) ইন্ডাস্ট্রিতে কাজ পাওয়ার চেষ্টা শুরু করেন আসিফ। কিন্তু টাকা পাবেন কোথায়? তাই সে সময় একটি হোটেলে ওয়েটার হিসেবে কাজ শুরু করেন তিনি। মাস কয়েক পর কিচেন ডিপার্টমেন্টে কাজ পান আসিফ। সে সময়েই তাঁদের কাছে আসে একটি বড় পার্টির অর্ডার। সেটা ছিল সইফ করিনার রিসেপশন। সেখানে ক্যাটারিং এর কাজও করেছিলেন আসিফ। তবে তারপর সেই কাজটা ছেড়ে টুকটাক অডিশন দেওয়া শুরু করেন তিনি। সেই সঙ্গে জয়পুরের একটি থিয়েটার গ্রুপেও যোগ দেন আসিফ।
আরো পড়ুন : বাসন কারখানায় গোপন কুঠুরি, দিনের পর দিন চলত এই কুকর্ম! অবশেষে পর্দাফাঁস করল কলকাতা পুলিশ
বলিউডে প্রথম প্রথম কাস্টিং ডিরেক্টর হিসেবে কাজ শুরু করেন। তারপর ‘রেডি’, ‘অগ্নিশপথ’ ছবিতেও কাজ করেন জুনিয়র আর্টিস্ট হিসেবে। ধীরে ধীরে তাঁর কেরিয়ারের মোড় ঘোরে। ‘টয়লেট এক প্রেম কথা’ ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন আসিফ। কাজ করেছিলেন ‘ইন্ডিয়াজ মোস্ট ওয়ান্টেড’ ছবিতেও। তবে এই ছবিটি তেমন ভালো ফল করেনি। আসিফের কেরিয়ারে বড় মোড় ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’। এখানে ফুলেরার জামাই এর চরিত্রে অভিনয় করে সকলের মন জয় করে নিয়েছেন আসিফ।