বাংলাহান্ট ডেস্ক : ভারতীয় চলচ্চিত্রে প্রথম মহিলা সুপারস্টার এর তকমা পেয়েছিলেন শ্রীদেবী (Sridevi)। দক্ষিণ ভারতে জন্ম হলেও বলিউডে কার্যত আধিপত্য বিস্তার করেছিলেন তিনি। প্রথম সারির অধিকাংশ অভিনেতা এবং পরিচালকদের সঙ্গে কাজ করেছিলেন শ্রীদেবী (Sridevi)। আরো অনেক কাজ উপহার দেওয়া বাকি ছিল তাঁর। কিন্তু মৃত্যু বড় অকালেই শেষ করে দেয় তাঁর জীবন।
একটি ছবির প্রস্তাব ফেরান শ্রীদেবী (Sridevi)
দীর্ঘ অভিনয় কেরিয়ারে বহু ছবিতে অভিনয় করেছিলেন শ্রীদেবী (Sridevi)। অগুন্তি সুপারহিট ছবি রয়েছে তাঁর ঝুলিতে। তবে একটি ছবি ফিরিয়ে দিয়ে কার্যত হাত কামড়াতে হয়েছিল শ্রীদেবীকে। তাঁর ফিরিয়ে দেওয়া প্রস্তাব লুফে নিয়ে রাতারাতি জনপ্রিয়তার শীর্ষে ওঠেন বলিউডেরই আরেক খ্যাতনামা নায়িকা। বিশেষ করে ওই ছবির একটি গান ঝড় তুলে দিয়েছিল সে সময়কার বক্স অফিস এবং দর্শক মহলে।
কোন ছবি ছিল সেটি জানেন: ছবিটি ছিল ‘বেটা আর সেই অভিনেত্রী আর কেউ নন, স্বয়ং মাধুরী দীক্ষিত। ১৯৯২ সালে মুক্তি পেয়েছিল ছবিটি। অনিল কাপুরের বিপরীতে দেখা গিয়েছিল মাধুরীকে। ছবিতে তিনি অনিলের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছিলেন। দুজনের অনস্ক্রিন রসায়ন তুমুল হিট হয়েছিল দর্শকরা (Sridevi) প্রশংসায় ভরিয়ে দিয়েছিল এই জুটিকে। তবে খেলা ঘুরিয়ে দিয়েছিল এই ছবির গান ‘ধক ধক করনে লাগা’।
আরো পড়ুন : এবার সমগ্র বিশ্বকে চমকে দিলেন ভারতীয় বিজ্ঞানীরা! সমুদ্রের তলায় খুঁজে পেলেন বিরাট খাজানা
একটি গান বদলে দেয় কেরিয়ার: মাধুরী যে একজন অনবদ্য নৃত্যশিল্পী তা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। এই গানে তাঁর নাচ, এক্সপ্রেশন এবং সেই সঙ্গে গানের সুর আর ছন্দ রাতারাতি গানটিকে চার্ট বাস্টার করে তুলেছিল। এই গানের পর থেকেই বলিউডের ‘ধক ধক গার্ল’ এর তকমা পেয়েছিলেন তিনি। এই একটি ছবি এবং গান কেরিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছিল মাধুরী এবং অনিলেরও।
আরো পড়ুন : রণবীর-দীপিকার কোলে ছোট্ট দুয়া, মেয়ের মুখ দেখালেন জুটি? ভাইরাল ছবির সত্যতা কী?
তখনকার সময়ে প্রায় ২০ কোটি টাকার ব্যবসা করেছিল ছবিটি। ওই বছরে সবথেকে বেশি ব্যবসা করেছিল ওই ছবিটিই। তবে এই একটি ছবি বাতিল করাটা শ্রীদেবীর (Sridevi) কেরিয়ারের ক্ষেত্রে একটা বড় ধাক্কা হয়েছিল।