সাহসিকতার সীমা ছাড়িয়ে হয়ে ওঠেন ‘বিতর্কের রানী’, দাউদ ইব্রাহিমের সঙ্গে প্রেমের গুঞ্জনে কেরিয়ার শেষ হয় নায়িকার

বাংলাহান্ট ডেস্ক : বলিউড ইন্ডাস্ট্রির সঙ্গে অন্ধকার জগতের যোগাযোগের কথা প্রমাণিত হয়েছে বহুবার। একাধিক ডন, গ্যাংস্টার দের নাম বারে বারে জড়িয়েছে ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে। তবে এঁদের মধ্যে সবথেকে বেশি চর্চায় যিনি থেকেছেন তিনি হলেন দাউদ ইব্রাহিম (Dawood Ibrahim)। কুখ্যাত এই ডনের নাম জড়িয়েছিল ১৯৯৩ এর বম্বে বিষ্ফোরণ সহ আরো একাধিক অভিযোগের সঙ্গে। তবে এই ‘মোস্ট ওয়ান্টেড’ এর আবার নজর পড়েছিল বলিউডেরই এক অভিনেত্রীর উপরে।

বলিউড নায়িকার প্রেমে পড়েন দাউদ ইব্রাহিম (Dawood Ibrahim)

তিনি ছিলেন রাজ কাপুরের নায়িকা। তাঁর শেষ পরিচালিত ছবি ‘রাম তেরি গঙ্গা ময়লি’তে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। হ্যাঁ, ঠিক ধরেছেন। কথা হচ্ছে অভিনেত্রী মন্দাকিনীর বিষয়ে। রাম তেরি গঙ্গা ময়লি ছবিতে যাঁর বোল্ড দৃশ্যে অভিনয় সে সময়ে বিতর্কের ঝড় তুলেছিল সর্বত্র। বিশেষ করে স্বচ্ছ সাদা শাড়িতে ঝরনার জলে তাঁর স্নানের দৃশ্য আজও পুরুষ হৃদয়ের ধুকপুক বাড়িয়ে তোলে। এই মন্দাকিনীর প্রেমেই পড়েছিলেন দাউদ (Dawood Ibrahim)।

This actress career was ruined because of Dawood Ibrahim

ছড়িয়ে পড়েছিল দুজনের ছবি: গুঞ্জনের সূত্রপাত কয়েকটি ভাইরাল ছবিকে কেন্দ্র করে। সে সময়ে প্রায় প্রতিটি খবরের কাগজের প্রথম পাতায় জায়গা পেয়েছিল দাউদ (Dawood Ibrahim) এবং মন্দাকিনীর ছবি। দুজনকে পাশাপাশি বসে একটি ক্রিকেট ম্যাচকে দেখতে দেখা গিয়েছিল। দাবানলের মতো ছড়িয়েছিল ছবি এবং খবর। কানাঘুষো শোনা গিয়েছিল, প্রেম করছেন দাউদ (Dawood Ibrahim) এবং মন্দাকিনী।

আরো পড়ুন : প্রস্তাব ফেরান শ্রীদেবী, সুবর্ণ সুযোগ লুফে নিয়ে রাতারাতি সুপারস্টার হন এই নায়িকা, একটি গান বদলে দেয় কেরিয়ার

কেরিয়ার ধ্বংস হয়ে গিয়েছিল অভিনেত্রীর: এই ছবিগুলি যখন ছড়ায় ঠিক তার আগের বছর ঘটেছিল বম্বে হামলা। তার পরপরই ডনের সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন ছড়ানোটা মন্দাকিনীর কেরিয়ারের কফিনে শেষ পেরেকটা পু্ঁতে দিয়েছিল। ডনের (Dawood Ibrahim) সঙ্গে প্রেমের গুঞ্জন অস্বীকার করলেও তাঁর সঙ্গে আর কাজ করতে রাজি হননি কেউ। বলিউডে কার্যত বয়কট করা হয়েছিল মন্দাকিনীকে।

আরো পড়ুন : এবার সমগ্র বিশ্বকে চমকে দিলেন ভারতীয় বিজ্ঞানীরা! সমুদ্রের তলায় খুঁজে পেলেন বিরাট খাজানা

তাঁকে শেষ বার পর্দায় দেখা গিয়েছিল ‘জোরদার’ ছবিতে। ১৯৯৬ সালে মুক্তি পায় ছবিটি। তবে এই ছবির শুটিং হয়ে গিয়েছিল অনেক আগে ১৯৮৮ তে। আট বছর পর মুক্তির আলো দেখেছিল ছবিটি। তারপর বলিউড থেকে একরকম উধাও হয়ে যান মন্দাকিনী। বিয়ে করেন প্রাক্তন বৌদ্ধ সন্ন্যাসী ডক্টর কাগয়ুর টি রিনপোচে ঠাকুরকে। দুই ছেলে মেয়ে রয়েছে তাঁদের।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর