পরকীয়া সম্পর্কে হয়ে পড়েন অন্তঃসত্ত্বা, গর্ভপাত করাতে পরিচালকের থেকে ৭৫ লক্ষ নেন এই নায়িকা

বাংলাহান্ট ডেস্ক : দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয়তম নায়িকাদের (Actress) তালিকায় প্রথম দিকেই থাকবে রাম্যা কৃষ্ণণ এর নাম। সিনেপ্রেমীরা অনেকেই তাঁকে চেনেন ‘বাহুবলী’র রাজমাতা হিসেবে। জনপ্রিয় এই ছবিতে রাজমাতা চরিত্রে অভিনয় করে নিজের ফিল্মি কেরিয়ারে অন্যতম মাইলফলক তৈরি করেছিলেন রাম্যা। দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে অভিনয় জগতে রয়েছেন তিনি। কাজ করেছেন ২৬০ টিরও বেশি ছবিতে।

বিতর্কে ভরা ব্যক্তিগত জীবন অভিনেত্রীর (Actress)

দীর্ঘ অভিনয় জীবনে অত্যন্ত সফল কেরিয়ার রাম্যা কৃষ্ণণ এর। কিন্তু তাঁর ব্যক্তিগত জীবন কার্যত বিতর্কে মোড়া। জনপ্রিয় পরিচালকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ানো থেকে বিয়ের আগেই গর্ভবতী হয়ে পড়ার মতো মুখরোচক গুঞ্জন জড়িয়ে রয়েছে অভিনেত্রীর (Actress) নামের সঙ্গে। আজো ইন্ডাস্ট্রিতে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা হয়ে থাকে।

আরো পড়ুন : এ যেন স্বপ্ন পূরণ, চল্লিশ পেরিয়ে সুখবর দিলেন দুই সন্তানের মা করিনা

এখনো চর্চায় থাকেন অভিনেত্রী

বলিউডেও নিজের প্রভাব বিস্তার করার চেষ্টা করেছিলেন রাম্যা কৃষ্ণণ। অভিনয় করেছিলেন মিঠুন চক্রবর্তী, গোবিন্দার মতো নামজাদা হিরোদের সঙ্গে। কিন্তু বলিউডে মাটি শক্ত করতে ব্যর্থ হন তিনি। রাম্যাকে সেই কাঙ্খিত জনপ্রিয়তা এনে দেয় দক্ষিণী ইন্ডাস্ট্রি। এখানে একের পর এক ছবিতে অভিনয় করে খ্যাতির শিখরে ওঠেন অভিনেত্রী (Actress)। তবে তাঁর ফিল্মি কেরিয়ার যতটা না চর্চিত, তার থেকে বেশি গসিপের কেন্দ্রে থাকে রাম্যার ব্যক্তিগত জীবন।

আরো পড়ুন : বিকিনির ফাঁকে দৃশ্যমান সুস্পষ্ট বেবি বাম্প, পূর্ণ গর্ভাবস্থায় এ কেমন অবতার নায়িকার!

বিয়ের আগেই হয়ে পড়েছিলেন গর্ভবতী

শোনা যায়, পরিচালক কে এস রবিকুমারের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন রাম্যা কৃষ্ণণ। ‘পদয়াপ্পা’, ‘পাট্টালি’ থেকে ‘পঞ্চান্তর’ এর মতো ছবিতে একসঙ্গে কাজ করেছেন তাঁরা। শোনা যায়, একসঙ্গে কাজ করতে গিয়েই নাকি পরস্পরের প্রতি আকৃষ্ট হন তাঁরা। ঘনিষ্ঠতা নাকি এতটাই বেড়ে গিয়েছিল যে অবিবাহিত অবস্থায় গর্ভবতী হয়ে পড়েছিলেন রাম্যা।

Actress

সম্পর্কের কথা ওঠে পরিচালকের স্ত্রীর কানে। শোনা যায় তিনি নাকি রাম্যাকে হুমকিও দিয়েছিলেন। ওদিকে সে সময়ে অভিনেত্রী (Actress) পরিচালকের সম্পর্ক এবং অভিনেত্রীর গর্ভধারণের কথা প্রকাশ্যে এসে পড়ায় তা পরিচালকের ভাবমূর্তিতে প্রভাব ফেলে। এরপরেই গর্ভপাতের সিদ্ধান্ত নেন রাম্যা কৃষ্ণণ। এমনকি এও শোনা যায়, পরিচালকের থেকে নাকি গর্ভপাত করানোর জন্য ৭৫ লক্ষ টাকাও চেয়েছিলেন অভিনেত্রী (Actress)। যদিও পরবর্তীকালে এই সবকিছুই অস্বীকার করেছিলেন রাম্যা কৃষ্ণণ। পরে ২০০৩ সালে চলচ্চিত্র নির্মাতা কৃষ্ণা ভামসিকে বিয়ে করেন তিনি।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর