বাংলাহান্ট ডেস্ক : একদিকে দু দুটি সিরিয়াল (Serial) শেষ হচ্ছে। অন্যদিকে আবার শুরু হচ্ছে নতুন দুটি মেগা। নতুন পুরনো, ভাঙাগড়ার এমন খেলা তো চলতেই থাকে ছোটপর্দায়। জি বাংলায় চোখ রাখলেই এখন দেখা যাবে এমনি দৃশ্য। নিম ফুলের মধু এবং মালা বদল, দুটি ধারাবাহিক (Serial) শেষ হয়ে যাচ্ছে পরপর। আবার তাদের ফেলে যাওয়া জায়গায় শুরু হতে চলেছে নতুন ধারাবাহিক (Serial)। ফাঁকা থাকছে না কোনো স্লটই।
আসছে নতুন দুটি সিরিয়াল (Serial)
জি বাংলায় এই মুহূর্তে দুটি সিরিয়াল (Serial) শুরু হওয়ার অপেক্ষায় রয়েছে। ‘চিরদিনই তুমি যে আভার’ এবং ‘দুগ্গামণি ও বাঘমামা’, এই দুটি ধারাবাহিক (Serial) শুরু হতে চলেছে এই চ্যানেলে। এর মধ্যে দুগ্গামণির প্রোমোর সঙ্গে সামনে এসেছে সম্প্রচারের সময়ও। আগামী ৩ রা মার্চ থেকে রাত সাড়ে নটার স্লটে শুরু হতে চলেছে এই ধারাবাহিক (Serial)। আর দুগ্গামণির জন্যই সরে যেতে হয়েছে ‘মিঠিঝোরা’কে। আর সাড়ে নটায় নয়, এবার থেকে রাত দশটা পনেরোর স্লটে দেখা যাবে রাই অনির্বাণের কাহিনি।
প্রোমো এসেছে নতুন: অন্যদিকে চিরদিনই তুমি যে আমার এর দু দুটি প্রোমো (Serial) সামনে আসলেও জানা যায় শুরুর দিনক্ষণ। তবে এবার এক নতুন খবর এল প্রকাশ্যে। এই সিরিয়ালটি (Serial) নিয়ে প্রথম থেকেই বেশ গোপনীয়তা বজায় রাখছে জি বাংলা। তবে এবার জানা গেল, এক জনপ্রিয় খলনায়িকা দীর্ঘ বিরতি শেষে ফিরছেন ছোটপর্দায়। তাও আবার এই সিরিয়ালেই।
আরো পড়ুন : ছিঃ TRP তুলতে একী “নোংরামি”! নতুন ট্র্যাকে বিতর্ক হতেই মুখ খুললেন “টপার” মেগার পরিচালক
কামব্যাক করছেন জনপ্রিয় নায়িকা: ছোটপর্দার অতি (Serial) জনপ্রিয় অভিনেত্রী তন্বী লাহা রায়। বর্তমানে অবশ্য বড়পর্দাতেও চুটিয়ে কাজ করছেন তিনি। দীর্ঘদিন সিরিয়ালে দেখা মেলে না তাঁর। শেষবার জি বাংলার পর্দাতেই ‘মিঠাই’ ধারাবাহিকে (Serial)্যভিলেন চরিত্রে অভিনয় করেছিলেন তন্বী। সম্প্রতি নতুন কাজের ইঙ্গিতও দিয়েছিলেন তিনি। এবার জানা গেল, ফের জি এর পর্দাতেই ফিরছেন তন্বী।
আরো পড়ুন : শুরু থেকেই TRP-তে “গোল্লা”, ৮ মাস পেরিয়ে তলানিতে থেকেই বিদায় নিল জি বাংলার সিরিয়াল
আসন্ন সিরিয়াল ‘চিরদিনই তুমি যে আমার’এ দেখা যাবে তন্বীকে। জানা যাচ্ছে তাঁর চরিত্রের নাম মীরা। তবে এটি ফের নেতিবাচক নাকি ইতিবাচক চরিত্র তা এখনো জানা যায়নি। এই নতুন সিরিয়াল (Serial) প্রোমোতেই নজর কেড়েছে দর্শকদের। এবার কখন থেকে কোন সময়ে দেখা যাবে সিরিয়ালটি, তা জানতেই আগ্রহী হয়ে রয়েছেন দর্শকরা।