লম্বা অপেক্ষার অবসান, হারানো TRP ধরতে নতুন মোড় এই সিরিয়ালে, এন্ট্রি নিচ্ছেন জনপ্রিয় নায়িকা

বাংলাহান্ট ডেস্ক : পরপর কাজ করছিলেন বিভিন্ন ধারাবাহিকে (Serial)। কিন্তু শেষ সিরিয়াল মাত্র চার মাসেই বন্ধ হয়ে যাওয়ার পর থমকে দাঁড়াতে হয়েছিল। মাঝে দীর্ঘ আট মাসের অপেক্ষা। অবশেষে নতুন কাজের সুখবর দিলেন অভিনেত্রী। আবার জি বাংলাতেই ফিরছেন তিনি। চ্যানেলের পুরনো এবং বেশ জনপ্রিয় একটি ধারাবাহিকে (Serial) গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে।

জি বাংলার সিরিয়ালে (Serial) ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী

বাংলা টেলিজগতের পরিচিত মুখ সুস্মিতা রায়। বেশ কিছু ধারাবাহিকে (Serial) গুরুত্বপূর্ণ পার্শ্ব চরিত্র হিসেবে কাজ করেছেন তিনি। জি বাংলা, স্টার জলসা সহ বিভিন্ন চ্যানেলের ধারাবাহিকে অভিনয় করেছেন সুস্মিতা। তবে মাঝে বেশ কিছু মাস তিনি অদৃশ্য ছিলেন ছোটপর্দা থেকে। কোনো সিরিয়ালেই (Serial) দেখা যায়নি তাঁকে।

This actress is going to come back in zee bangla serial

আট মাসের বিরতিতে ছিলেন অভিনেত্রী: জি বাংলা চ্যানেলে পরপর দুটি সিরিয়ালে (Serial) দেখা গিয়েছে সুস্মিতাকে। ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকে খল চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন তিনি। পরবর্তীতে নতুন শুরু হওয়া ‘যোগমায়া’তে এন্ট্রি নেন তিনি। সেখানেও নেগেটিভ চরিত্রেই দেখা যাচ্ছিল সুস্মিতাকে। কিন্তু টিআরপির অভাবে মাত্র ৪ মাসেই বন্ধ হয়ে যায় সিরিয়ালটি (Serial)।

আরো পড়ুন : “আঁকড়ে ধরে রাখার তাগিদটা…”, আদৃতের বুকে মুখ গুঁজে ‘বিশেষ’ অনুরাগী! কৌশাম্বীর কম্পিটিশন বাড়ল?

কোন সিরিয়ালে ফিরছেন: তারপর দীর্ঘ অপেক্ষা। প্রায় আট মাস কোনো কাজ ছাড়া কাটানোর পর আবারও জি বাংলাতেই ব্যাক করছেন তিনি। চ্যানেলের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক (Serial) ‘ফুলকি’তে এন্ট্রি নিতে চলেছেন সুস্মিতা। যেমনটা জানা গিয়েছে, একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য এখনো পাননি তিনি। আগামীকাল থেকে শুটিং শুরু হলেই সবটা জানতে পারবেন বলেই মনে করছেন সুস্মিতা।

আরো পড়ুন : ফের শুরু “বাঙালি খেদাও”, বাদ পড়লেন আরও একজন, বাংলা থেকে কারা টিকে রইলেন ইন্ডিয়ান আইডলে?

প্রসঙ্গত, অভিনয় ছাড়াও ফেসবুকে ভ্লগিং করেন সুস্মিতা। সংবাদ মাধ্যমকে অভিনেত্রী জানান, ভালো কাজের অপেক্ষা তো ছিলই। এছাড়াও এই কয়েক মাস চুটিয়ে ভ্লগিং করেছেন, পরিবারকে সময় দিয়েছেন, শরীরচর্চাও শুরু করেছেন। অবশেষে নতুন কাজ শুরু হচ্ছে, এজন্য খুবই খুশি সুস্মিতা।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর