ভিনেত্রীদের কাছে বলিউড ডেবিউ এক স্বপ্নপূরণের মতো। যদিও এখন আগের তুলনায় অনেক বেশি সংখ্যায় নায়ক নায়িকা পা রাখছেন হিন্দি ইন্ডাস্ট্রিতে। সিনেমা, সিরিজের পাশাপাশি হিন্দি সিরিয়ালেও (Serial) অভিনয় করতে দেখা যাচ্ছে অনেককে। এবার সেই তালিকায় নাম লেখাতে চলেছেন বাংলা ছোটপর্দার আরো এক জনপ্রিয় অভিনেত্রী।
বলিউডে (Serial) পা রাখছেন এই জনপ্রিয় অভিনেত্রী
এর আগে ‘কার কাছে কই মনের কথা’, ‘আনন্দী’র মতো সিরিয়ালে (Serial) অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। খলনায়িকা থেকে ইতিবাচক পার্শ্ব চরিত্র, সবেতেই নিজের অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছেন অভিনেত্রী। এবার পালা বলিউড প্রবেশের। তিনি অভিনেত্রী সৃজনী মিত্র। বাংলা সিরিয়ালে (Serial) তাঁর বেশ ভালোই খ্যাতি রয়েছে। এবার সেই জনপ্রিয়তায় ভর করে নতুন সফর শুরু করতে চলেছেন তিনি।
কোন সিরিয়ালে দেখা যাবে: জানা যাচ্ছে, লীনা গঙ্গোপাধ্যায়ের লেখা একটি নতুন হিন্দি সিরিয়ালে (Serial) দেখা যাবে সৃজনীকে। তবে মুখ্য চরিত্রে নয়, তাঁকে একটি গুরুত্বপূর্ণ পার্শ্ব চরিত্রে দেখা যাবে বলে জানা গিয়েছে। কী নাম হতে চলেছে এই সিরিয়ালের (Serial), কারাই বা থাকছেন মুখ্য চরিত্রে, সেসব কোনো তথ্যই এখনো পর্যন্ত সামনে আসেনি। তবে সৃজনীর এই নতুন সফর নিয়ে বেশ উচ্ছ্বসিত তাঁর ভক্তরা।
আরো পড়ুন : বলিউডে কোণঠাসা বাবিল, আঙুল অনন্যা-সিদ্ধান্তদের দিকে! বিতর্ক বাড়তেই সরব অভিনেতা
অনেকেই পা রেখেছেন বলিউডে: প্রসঙ্গত, এর আগে বাংলা ছোটপর্দা থেকে বহু অভিনেতা অভিনেত্রীই পা রেখেছেন হিন্দি সিরিয়ালে (Serial)। ক্রুশাল আহুজা, উদয় প্রতাপ সিং থেকে অদ্রিজা রায়, দেবচন্দ্রিমা সিংহ রায়ের মতো অভিনেতা অভিনেত্রীরা পা রেখেছেন হিন্দি ধারাবাহিকে। বেশ জনপ্রিয়তাও পেয়েছেন তাঁরা হিন্দি ইন্ডাস্ট্রিতে।
আরো পড়ুন : কাজ-বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন ধর্ষণ! নতুন অভিযোগে ফাঁসলেন এজাজ খান
প্রসঙ্গত, কার কাছে কই মনের কথা সিরিয়ালে একজন হিন্দিভাষী আত্মনির্ভর মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন সৃজনী। তাঁর অভিনয় প্রশংসিত হয়েছিল দর্শক মহলে। এরপর আনন্দী ধারাবাহিকে খলনায়িকার চরিত্রে অভিনয় শুরু করেন তিনি। তবে সৃজনী বলিউডে পাড়ি দিলে আনন্দীতে তাঁর জায়গায় কে আসবে তা এখনো স্পষ্ট নয়।