একধাক্কায় কয়েক বছর এগিয়ে যাবে গল্প, ‘জগদ্ধাত্রী’ থেকে বিদায় নিচ্ছেন এই গুরুত্বপূর্ণ অভিনেত্রী!

বাংলাহান্ট ডেস্ক : বর্তমানে জি বাংলার সবথেকে পুরনো সিরিয়াল গুলির মধ্যে একটি ‘জগদ্ধাত্রী’ (Jagadhatri)। বিগত দু বছরেরও বেশি সময় ধরে চলছে এই সিরিয়াল। আর প্রথম থেকেই দর্শকদের আগ্রহও ধরে রাখতে সক্ষম হয়েছে ধারাবাহিকটি। মাঝে টিআরপি কিছুটা পড়ে গেলেও ইদানিং পরপর টুইস্ট দিয়ে আবারো প্রথম পাঁচে উঠে আসতে সক্ষম হয়েছে জগদ্ধাত্রী (Jagadhatri)। আগামীতে বড়সড় একটি লিপও আসছে সিরিয়ালে। একধাক্কায় বেশ কয়েক বছর এগিয়ে যাবে ধারাবাহিকটি। আর এবারে জানা গেল, এক গুরুত্বপূর্ণ অভিনেত্রী বাদ পড়তে চলেছে সিরিয়াল থেকে।

এগিয়ে যাবে জগদ্ধাত্রীর (Jagadhatri) গল্প

চ্যানেলের তরফে প্রকাশ্যে আসা প্রোমো থেকে ইতিমধ্যেই জানা গিয়েছে, বেশ কয়েক বছর এগিয়ে যেতে চলেছে জগদ্ধাত্রী (Jagadhatri) সিরিয়ালের গল্প। দর্শকরা জানেন, ষড়যন্ত্র করে জগদ্ধাত্রী আর স্বয়ম্ভূর সদ্যোজাত সন্তান দুর্গাকে অনাথ আশ্রমে রেখে আসা হয়েছে। এদিকে অস্ত্রোপচারের গলদে জগদ্ধাত্রীরও (Jagadhatri) কোনো সাড় নেই।

This actress is going to leave from jagadhatri

বাদ পড়ছে জনপ্রিয় অভিনেত্রী: এই পরিস্থিতিতেই এগিয়ে যাবে গল্প। দেখা যাবে বড় হয়ে গিয়েছে দুর্গা। উল্লেখ্য, জগদ্ধাত্রীর (Jagadhatri) মেয়ে দুর্গার চরিত্রেও অভিনয় করবেন অঙ্কিতা মল্লিক। অর্থাৎ দ্বৈত চরিত্রে দেখা যাবে তাঁকে। তবে এবার শোনা গেল, সিরিয়াল থেকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রের অভিনেত্রী বাদ পড়তে চলেছেন।

আরো পড়ুন : কারোর পৌষ মাস কারোর… পরপর ছবির ঘোষণা দেবের, এদিকে জিতের হাত খালি!

কে আসবেন পরিবর্তে: চরিত্রটি হল কাঁকন। কৌশিকী মুখার্জীর মূক ও বধির মেয়ে কাঁকনের চরিত্রে এতদিন দেখা যেত শিশুশিল্পী দেবাঙ্গনা ফৌজদারকে। বেশ চ্যালেঞ্জিং চরিত্রটিতে তুখোড় অভিনয় করে দর্শকদের মন জিতে নিয়েছিলেন ছোট্ট দেবাঙ্গনা। কিন্তু এবার যেহেতু গল্প এগিয়ে যাবে, তাই ছোট কাঁকনকেও দেখা যাবে বড় হয়ে যেতে। সেক্ষেত্রে এই চরিত্রে নতুন কোনো অভিনেত্রী আসতে পারে বলে মনে করা হচ্ছে।

আরো পড়ুন : শ্বেতা ‘ম্যারেজ মেটিরিয়াল’, অনস্ক্রিন বউয়ের প্রশংসায় পঞ্চমুখ ‘অনিকেত’, বিয়েতে ‘বিশেষ’ প্ল্যান রণজয়ের

উল্লেখ্য, মাঝে শোনা গিয়েছিল জগদ্ধাত্রী (Jagadhatri) শেষ হয়ে যাবে, নয়তো স্লট বদল হবে। তবে শোনা যায়, সে সময় প্রযোজক বলেছিলেন, তিনি দরকার হলে সিরিয়াল বন্ধ করে দেবেন। কিন্তু স্লট বদলাবেন না। তবে চ্যানেলের অনেক নতুন সিরিয়ালকেও রীতিমতো চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়ে এখনো ঝোড়ো ব্যাটিং চালাচ্ছে জগদ্ধাত্রী। আগামীতে দুর্গার সঙ্গে গল্পের কী পরিবর্তন হয় সেটাই দেখার অপেক্ষা।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর